বিবিধ কুসুম যতনে আনিয়া গাঁথিলুঁ পীরিতি-মালা। শীতল নহিল পরিমল গেল জ্বালাতে জ্বলিল গলা।। সই, মালী কেন হেন হৈল। মালায় করিয়া বিষ মিশাইয়া হিয়ার মাঝারে দিল।। জ্বালায় জ্বলিয়া উঠিল যে হিয়া আপাদমস্তকচুল। এমন না দেখি শুন ওলো সখি আগুন হইল ফুল।। ফুলের উপরে চন্দন লাগল সংযোগ হইল ভাল। দুই এক হৈয়া পোড়াইল হিয়া পাঁজর ধসিয়া গেল।। […]
keyboard_arrow_right