বিরলে বসিয়া একেশ্বরে। হরিনাম জপে নিরন্তরে।। সব অবতারশিরোমণি। অকিঞ্চন জনের চিন্তামণি।। সুগন্ধি চন্দন মাখা গায়। (এবে) ধূলি বিনু আন নাহি ভায়।। মণিময় রতন ভূষণ। স্বপনে না করে পরশন।। ছাড়ল লখিমী বিলাস। কিবা লাগি তরুতলে বাস।। ছোড়ল মোহন করে বাঁশী। এবে দণ্ড ধরিয়া সন্ন্যাসী।। বিভূতি করিয়া প্রেমধন। সঙ্গে লই সব অকিঞ্চন।। প্রেমজলে করই সিনান। কহে বাসু […]
keyboard_arrow_right