বিরহ অনলে জ্বলয়ে ধনি।
সখিমুখে শুনি এতহুঁ বাণি।।
কানু রহে আন রমণি সঙ্গ।
শুনি জরজর সকল অঙ্গ।।
কোকিলে ভ্রমরে দগধে গাত।
তাহে শতগুণ এতহুঁ বাত।।
কি করব অব নিকুঞ্জ মাঝ।
আপন লালটে যে ছিল কাজ।।
ঐছন বিষাদ ভাবই যবে ।
এক সখি আসি কহল তবে।।
কানু আওত তোহারি পাশ।
শুনি কানুরাম ভেল উলাস।।