• বৃন্দা-বিপিনহিঁ সব দ্বিজ-কূল
    বৃন্দা-বিপিনহিঁ সব দ্বিজ-কূল। কূজয়ে চৌদিশে হোই আকুল।। শারি শুক তহিঁ কোকিল মেলি। কপোত ফুকারত অলিকুল কেলি।। মউর-মউরি-ধ্বনি শুনিতে রসাল। বানরি-রব তহিঁ অতি সুবিশাল।। ঐছন শবদ ভেল বন মাহ। জাগল দুহুঁ জন নাগরি নাহ।। আলসে দুহুঁ-তনু দুহুঁ নাহি তেজে। শুতি রহল পুন কিশলয়-শেজে।। পুনহি ফুকারই শারি সুকীর। ঐছন যৈছে সুধা-রস গীর।। কব বলরাম শুনব তহি শ্রবণে। […] keyboard_arrow_right
  • বৃন্দা-রচিত কতেক পরকার
    বৃন্দা-রচিত কতেক পরকার। সখিগণ আনল বহু উপহার।। রতন-থারি ভরি রাখল তাই। বারি ঝারি ভরি দেওল যাই।। রতন-আসন পর বৈঠল কান। ভোজন-কয়ল আপন মন মান।। আচমন সারি তলপে মুখবাস। ভোজন করু ধনি সখিগণ পাশ।। যো কছু শেষ ভুজল সখি সাথ। আচমন কয়ল মুছল পদ হাত।। শ্যাম-বামে ধনি বৈঠল যাই। প্রিয়-সহচরি কোই তাম্বুল যোগাই।। শুতল শেজে রাই […] keyboard_arrow_right
  • বৃন্দাদেবী সময় জানিয়া
    বৃন্দাদেবী সময় জানিয়া। পাখীগণে কহে সম্বোধিয়া।। হোর দেখ নিশি বহি গেল। দশ দিশ অরুণিত ভেল।। নিজ নিজ সুমধুর স্বরে। জাগাওহ শ্রীরাধা শ্যামেরে।। বৃন্দাদেবীর আদেশ পাইয়া। রাই-শ্যামে কহে সম্বোধিয়া।। ওহে শ্যাম ব্রজেন্দ্র-নন্দন। মোরা কিছু করি নিবেদন।। সুবদনি কর অবধান। নিশি গেল হৈয়াছে বিহান।। জাগো জাগো যুগলকিশোর। অরুণ-কিরণ হেরি ঘোর।। কুমুদিনী তেজি অলি ধায়। আর তো রহিতে […] keyboard_arrow_right
  • বৃন্দাদেবী সময় জানিয়া
    বৃন্দাদেবী সময় জানিয়া। পাখিগণে কহে সম্বোধিয়া।। হের দেখ নিশি বহি গেল। দশ দিশ অরুণিত ভেল।। নিজ নিজ সুমধুর স্বরে। জাগাও শ্রীরাধিকা শ্যামেরে।। বৃন্দাদেবীর আদেশ পাইয়া। সবে মিলি কহে সম্বোধিয়া।। ওহে শ্যাম ব্রজেন্দ্রনন্দন। মোরা কিছু করি নিবেদন।। সুবদনি কর অবধান। নিশি গেল হৈয়াছে বিহান।। জাগো জাগো যুগলকিশোর। অরুণ কিরণ হেরি ঘোর।। কুমুদিনী তেজি অলি ধায়। আর […] keyboard_arrow_right
  • বৃন্দাদেবীবিরচিত কুসুমহিন্দোলা
    বৃন্দাদেবীবিরচিত কুসুমহিন্দোলা। তাহাতে বসিলা অতি আনন্দে বিভোলা।। রাইকানু সমুখা সমুখি মুখ হেরে। ললিতা বিশাখা সখী ঝুলায় দোহাঁরে।। হেরইতে সখীগণ দুহুঁ মুখচন্দ। নাচত কোই গাওয়ে পরবন্ধ।। খেনে অতি বেগে ঝুলয়ে খেনে মন্দ। জলদে বিজুরি জনু ঐছন ছন্দ।। দুহুঁ পর কুসুম বরিখে সখি মেলি। হেরই মাধব দুহুঁজনকেলি।। keyboard_arrow_right
  • বৃন্দাবন ধূম পড়ল রঙ্গ হোরি
    বৃন্দাবন ধূম পড়ল রঙ্গ হোরি। নওল কিশোর ফাগুরঙ্গে রঙ্গিম রঙ্গিণি নওল কিশোরি।।ধ্রু।। রাধা সঙ্গে সবহুঁ সখিগণ মেলি করে লেই ভরি পিচকারি। সমুখহি শ্যাম- সুন্দরমুখ হেরি হেরি পুন পুন দেওত ডারি।। সুবল সখা সনে রোখি শ্যাম পুন হেরি সুন্দর মুখ গোরি। পিচকা রঙ্গ অঙ্গে ঘন বরিখত মোছত আঁখি মুখ মোড়ি।। সহচর সহচরি মটুকি মটুকি ভরি বিবিধ […] keyboard_arrow_right
  • বৃন্দাবন মাঝে যবে বংশীনাদ পুরে
    বৃন্দাবন মাঝে যবে বংশীনাদ পুরে। অকালে ফুটয়ে ফুল সব তরুবরে।। বৎসগণ সঙ্গে আইসে বেণু বাজাইয়া। গোকুলের রমণীর চিত্ত যে হরিয়া।। যমুনার কূলে যবে বাঁশীতে দেই সান। ফিরিয়া যমুনা নদী বহয়ে উজান।। দরবে পাষাণ সব বংশীনাদ শুনি। যাহাত শুনিয়া তপ ছাড়ে সব মুনি।। কদম্বের তলে যবে বংশীনাদ দিল। তা শুনি ময়ূর পক্ষ নাচিতে লাগিল।। শুখান যতেক […] keyboard_arrow_right
  • বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম
    বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। সুগন্ধি কালিন্দী জলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল ।। তার মধ্যে রম্যস্থানে বসিয়াছে দুইজনে শ্যামগোরী সুন্দরী রাধিকা। তার মধ্যে অষ্ট প্রেষ্ট অষ্ট দলে বেষ্টিত অষ্ট সখী প্রধান নায়িকা।। সেরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খসি সহাস মধুর সম্ভাষণে। নরোত্তম দাস কয় নিত্যানন্দ রসময় অনুগত রাখিহ চরণে।। keyboard_arrow_right
  • বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল
    বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। যমুনারে ভাব সুরধুনীরে করিল।। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। সহচরগণ গোপী সম অনুমান।। খোল করতাল গোরা সুমেল করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া।। বাসুদেব ঘোষ কহে গৌরাঙ্গ বিলাস। রাসরস গোরাচাঁদ করিল প্রকাশ।। keyboard_arrow_right
  • বৃন্দাবন শুক-শারিক-কোকিল-
    বৃন্দাবন শুক-শারিক-কোকিল- অলিকুল-মঙ্গল-গানে। রবই কপোত তবহিঁ চরণাউধ দশ দিশ ভরল নিসানে।। হরি হরি কোন চিয়ায়ব মোর। নিশি পরভাত তবহিঁ নাহি জাগত ঘুমল যুগল কিশোর।। ঝামর দীপ সুধাকর ধূসর দিশি ভরু অরুণিম-কাঁতি। কুমুদিনি ছোড়ি নলিনিগণে ধাবই আকুল মধুকর-পাঁতি।। মন্দির শূন হেরি বরজ-মহেশ্বরি করলহি বিপিন-পয়াণে। ললিতা-কাতর বচন-সুধা কব বলরাম শূনব কাণে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ