বৃন্দাবন মাঝে যবে বংশীনাদ পুরে।
অকালে ফুটয়ে ফুল সব তরুবরে।।
বৎসগণ সঙ্গে আইসে বেণু বাজাইয়া।
গোকুলের রমণীর চিত্ত যে হরিয়া।।
যমুনার কূলে যবে বাঁশীতে দেই সান।
ফিরিয়া যমুনা নদী বহয়ে উজান।।
দরবে পাষাণ সব বংশীনাদ শুনি।
যাহাত শুনিয়া তপ ছাড়ে সব মুনি।।
কদম্বের তলে যবে বংশীনাদ দিল।
তা শুনি ময়ূর পক্ষ নাচিতে লাগিল।।
শুখান যতেক বৃক্ষ ছিল বৃন্দাবনে।
বংশীনাদে ফুল ফল ধরে তরুগণে।।
যত পক্ষীগণ থাকে এই বৃন্দাবনে।
কৃষ্ণের বংশীর নাদ শুনে এক মনে।।