• বেরি বেরি অরে সিব মো তোয় বোলো
    বেরি বেরি অরে সিব মো তোয় বোলো কিরিষি করিঅ মন লাই। বিনু সরমে রহহ ভিখিএ পএ মাগিঅ গুন গৌরব দূর জাই।। নিরধন জন বোলি সবে উপহাসএ নহি আদর অনুকম্পা। তোঁহে সিব পাওল আক ধুথুর ফুল হরি পাওল ফুল চম্পা।। খটগ কাটি হরে হর জে বঁধাওল ত্রিসুল তোড়িঅ করু ফারে। বসহা ধুরন্ধর হর লএ জোতিঅ পাটএ […] keyboard_arrow_right
  • বেরি বেরি দূতি বচন সরস
    “বেরি বেরি দূতি বচন সরস কত সে আর শুনব। যথা না শুনব শ্যাম নাম সুধা সেখানে চলিয়া যাব।। তবে ত দারুণ ব্যথা উপজল তবে সে ভালই হব। বেরি বেরি দূতি বচন সরস এ কথা না শুনি তব।।” শ্রবণে না শুনি কহে আন বাণী কথা সে মনে না বাসি। * * * * “শুনগো সজনী যে […] keyboard_arrow_right
  • বেরি বেরি দূতি বচন সরস
    বেরি বেরি দূতি বচন সরস কত সে আর শুনব। যথা না শুনব শ্যাম নাম সুধা সেখানে চলিয়া যাব।। তবে সে দারুণ ব্যথা উপজল তবে সে ভালই হব। বেরি বেরি দূতি বচন সরস এ কথা না শুনি তব।। শ্রবণে না শুনি কহে আন বাণী কথা সে মনে না বাসি। * * * * * * * […] keyboard_arrow_right
  • বেলা অবসেসে সখির সহিত
    বেলা অবসেসে সখির সহিত ভরিতে জমুনার জল। নয়ন হিলনে কিরূপ দেখিলাম পরান হইল চল।। সইগ, একথা কহিব কারে। সাপিনি ডংসিলে বিষের ছাআনি তোনু জর জর করে।। আপনার দুখ আপন অন্তরে কেবা কবে প্রত্যএ। সাষুরি ননদি কথা কহি জদি গরল বচন হিয়ায়।। অঙ্গের অঙ্গিনি সঙ্গের সঙ্গিনি দুখ সুখ সেই জানে। চণ্ডিদাসে কহে দুখ লাজ জত না […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিনু ডালে
    বেলি অসকালে দেখিনু ভালে পথেতে যাইতে সে। জুড়াল কেবল নয়ন যুগল চিনিতে নারিনু কে।। সই, সে রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসন শোভা পাসরিতে নারি তারে।। বাম অঙ্গুলিতে মুকুর সহিতে কনক কটোরি হাতে। সিঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। নীল শাড়ী মোহনকারী উছলিতে দেখি পাশ। কি আর পরাণে সঁপিনু চরণে দাস করি মনে […] keyboard_arrow_right
  • বেলি অবসান হেরি শচি-নন্দন
    বেলি অবসান হেরি শচি-নন্দন ভাবহিঁ গদগদ বোল। কানুক গমন- সময় অব হোয়ল শুনিয়ে বেণুক রোল।। সজনি না বুঝিয়ে গৌরাঙ্গ বিলাস। প্রেমহি নিমগন রহতহিঁ অনুখন কথিহু নাহি অবকাশ।।ধ্রু।। খেনে পুন কহই নিকট শুনিয়ে অব ঘন হাম্বা-রব রাব। হেরইতে শ্যাম- চন্দ্র অনুমানিয়ে গোকুল-জন যত ধাব।। ঐছন ভাতি করত কত অনুভব যো রাস কৃত অবতার। রাধামোহন-পহু সো ঘর […] keyboard_arrow_right
  • বেলি অবসানে ননদিনী সনে
    বেলি অবসানে ননদিনী সনে জল আনিবারে গেনু। গৌরাঙ্গ চাঁদের রূপ নিরখিয়া কলসি ভাঙ্গিয়া এনু।। কাঁপে কলেবর, গায়ে আসে জ্বর, চলিতে না চলে পা। গৌরাঙ্গ চাঁদের রূপের পাথারে সাঁতারে না পাই থা।। দীঘল দীঘল নয়ান যুগল বিষম কুসুম শরে। রমণী কেমনে ধৈরজ ধরিবে মদন কাঁপয়ে ডরে।। কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী যাহার অন্তরে জাগে। কুলশীল তার সকলি […] keyboard_arrow_right
  • বেলি অবসানে সখীর সহিতে
    বেলি অবসানে সখীর সহিতে গেলুঁ যমুনার জলে। নয়ন হিলোলে কিরূপ দেখিলু পরাণ চঞ্চল কৈলে।। সই এ কথা কহিব কারে। সাপিনী দংশিল বিষেতে ছাইল তনু জরজর করে।। আপনার দুখ আপনা অন্তরে কেবা পরতীত যায়। শাশুড়ী ননদী যদি কথা কহে গরল লাগে হিয়ায়।। অঙ্গের অঙ্গিনী সঙ্গের সঙ্গিনী সুখ দুখ সেহি জানে। চণ্ডীদাসে কহে দুখজ্বালা যত না যাবে […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিনু যে ভালে
    বেলি অসকালে দেখিনু যে ভালে পথেতে যাইছে সে। জুড়ায় কেবল নয়ন যুগল চিনিতে নারিনু কে।। সই সে রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসনের শোভা পাসরিতে নারি তারে।। বাম অঙ্গুলিতে মুদরী সহিতে কনক কটোরি হাতে। সীঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। সুনীল শাড়ী মোহনকারী উছলিতে দেখি পাশ। কি আর পরাণে সোঁপিনু চরণে দাস করি […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিলুঁ যে ভালে
    বেলি অসকালে দেখিলুঁ যে ভালে পথেতে যাইতে সে। জুড়াল কেবল নয়ন যুগল চিনিতে নারিলু কে।। সই রূপ কে চাহিতে পারে। সে অঙ্গের আভা বসন-শোভা পাসরিতে নারি তারে।।ধ্রু।। বাম অঙ্গুলিতে মুকুর সহিতে কনক কটোরি হাতে। সিঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। নীল যে শাড়ী মোহনকারী উছলিত দেখি পাশ। কি আর পরাণে, সঁপিলু চরণে সদা করি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ