বেরি বেরি দূতি বচন সরস
কত সে আর শুনব।
যথা না শুনব শ্যাম নাম সুধা
সেখানে চলিয়া যাব।।
তবে সে দারুণ ব্যথা উপজল
তবে সে ভালই হব।
বেরি বেরি দূতি বচন সরস
এ কথা না শুনি তব।।
শ্রবণে না শুনি কহে আন বাণী
কথা সে মনে না বাসি।
* * * * *
* * *
শুন গো সজনি যে জন গরল
খায় সে বিষের লাগি।
জানিয়া শুনিয়া বিষ হাতে লয়ে
খাইনু করমভাগী।।
যে খায় গরল বিষে ঢল ঢল
তখনি মরিয়া যায়।
আমি সে তখিল কাল কাল-বিষ
ঝাড়িলে রহে সে গায়।।
কারে কি বলিব বলিতে না পারি
গুপতে গুমরি গেহা।
কালিয়া বরণ দেখিতে সুজন
করিতে রসের লেহা।।
ভাবিতে গুণিতে মরিয়ে ঝুরিয়ে
শুন গো সজনি সখি।
* * * * * *
* * * ।।
যেন সে জলের বিম্বুক উপজে
তেমতি কানুর প্রীত।
এবে সে জানল সে জন লালস
চণ্ডীদাস কহে হিত।।