বিরহ ব্যাধি সমাধি নাহি পায়ই
অসুখল উচাটন গেহ।
কাঞ্চন বরণ মলিন অব হেরিয়ে
উজাগরে বঞ্চই সেহ।।
মাধব অতি খীন ভৈগল রাধা।
বিরহে আকূল দশমী পর বেশল
জীবইতে সংশয় বাধা।।
খিতি মাহা সুতই কতহি তনু লোটই
খেণে খেণে হিয়ে উনমাদ।
খেণে মোহ লোহ ভই কাঁপই খেণে খেণে
খেণে তনু হয়ে অবসাদ।
ঐছে দশা দশ সুনইতে সহচরী
করই মরণ প্রতীকার।
গোপাল দাস চরণে ধরি সাধই
তোহে কি জানায়ব আর।।