চিকুর ফুরিছে বসন খসিছে পুলক যৌবনভার। বাম অঙ্গ আঁখি সঘনে নাচিছে নাচিছে হিয়ার হার।। সজনী মাধব মিলব মোয়। সব সুলক্ষণ পাইলুঁ এখন স্বরূপ কহিলুঁ তোয়।।ধ্রু।। দেখিলুঁ সপন চারু চন্দন- গিরির উপরে বসি। মালতীর মালা দধির যে ডালা মাধব মিলব আসি।। পরাত কালের কাক কলকলি আহার বাঁটিয়া খায়। বন্ধু আসিবার- নাম সুধাইতে উড়িয়া বৈসয়ে ঠায়।। হাতের […]
keyboard_arrow_right