চৌদিকে বকুল বন গুঞ্জরে ভ্রমরা।
কোকিল কুহরে পেখম ধরয়ে ময়ূরা।।
বড় দুখ লাগে সই বড় দুখ লাগে।
রজনী জাগিয়ে আমি শ্যাম অনুরাগে।।
সিরীশ কুসুম দলে শেজ বিছাইয়া।
এ ঘর বাহির করি পথ পানে চাইয়া।।
দারুণ মদন মোরে যত দেই তাপ।
হেন মনে উঠে যমুনায় দিয়ে ঝাঁপ।।
পর পতি আশে মুঞি পোহাইলুঁ রাতি।
গোপাল দাস কহে নিঠুর পুরুষ জাতি।।