কি কাজ কুসুমশয্যা কুঙ্কুম চন্দন।
কি করব মণিমালা হেম আভরণ।।
কর্পূর তাম্বূল কি করব ইহাই।
যমুনার জলে সব দেই গো ভাসাই।।
নাহ নিঠুর সঙ্গে বাড়াইয়া লেহ।
ধিক রহু যুবতী যেবা ধরে দেহ।।
ধিক রহু জীবন যৌবন অভিলাষ।
ধিক রহু দূতী যে লাজ নাহি বাস।।
ধিক রহু মদন কদন দুরাচার।
গোপাল দাস ধিক জিউ পরকার।।।