চরণে ধরি তুয়া কত বেরি নিষেধলুঁ
বেরি বেরি সাধলুঁ হাম।
কছু নাহি সমুঝলি মোহে তুঁহুঁ কোপলি
চিতে না গুণলি পরিণাম।।
সুন্দরি সরল হৃদয় তোহারি।
কুটিলের সঙ্গে প্রেম বাঢ়ায়লি
বঞ্চলি দিন দুই চারি।।
গুরুজন বচন হিত নাহি মানলি
বসন পালটি নাহি পিন্ধ।
বিরহক বেদনে তনু মন জারল
অব তুয়া ভাঙ্গল নিন্দ।।
ধরণী শয়নে পাঁতর মাহা রোয়সি
পুছইতে হেন নাহি কোই।
তুয়া মুখ হেরি অবহুঁ জীউ ফাটত
গোপালদাস মরু রোই।।