গুরুজন সবহিঁ মন্দির তেজি
চললহিঁ চান্দ গহন দিন লাগি।
একলি নারী কৈছে হাম বঞ্চব
এ ঘোর যামিনি জাগি।।
মাধব তুহুঁ জনি করসি অকাজ।
চঞ্চলচরিত তোহাঁরি হাম জানিয়ে
পৈঠহ জনি পুরমাঝ।
পহলি যৌবনকাল মুঝে লাগল
নাহ রহত দূরদেশ।
হেরইতে রূপ মদন মুরছায়ই
কো বুঝে বচন বিশেষ।।
ইথে লাগি তোহে নিষেধি হাম পুনপুন
অনত করহ পয়ান।
শুনইতে কান বচন অনুমানই
গোপাল দাস ইহ গান।।