• মাধব ! বিরহে মুরছি নব নারি
    মাধব! বিরহে মুরছি নব নারি। খর শরে জর জর কামিনী কাতর অনুখন পন্থ নিহারি।। ধ্রু।। চন্দন পরশে গরল তনু তাপই মলয়জ মন্দহু তাপ। খনে খনে চমকই খনে খনে রোয়ই সঘনে ছাড়ই নিশ্বাস।। খনে খনে কলেবর মলিন অম্বর অঙ্গনীল ভেল কামে। গোবিন্দদাস কহে হা হরি হা হরি জপই তুয়া নিজ নামে।। keyboard_arrow_right
  • মাধব ! আজু মোর শুভ দিন ভেল
    মাধব! আজু মোর শুভ দিন ভেল। তুয়া মুখ দরশনে উলসিত লোচনে দুখ বেদন দূরে গেল।। ধনি ধনি ধনি ধনি কতক জনম ধনি শম্ভু আরাধন কেল। তেঞি পরসন বিহি আনি মিলাওল কানু হেন সুপুরুষ দেল।। যত রূপ তত গুণ বিদগধি পুনপুন পুনপুন আপনা বুঝাই । কানু হেন বল্লভ যাকর নাগর তাসম পুনবতি নাই।। ভাবে আবেশ হইয়া […] keyboard_arrow_right
  • মাধব অপরূপ পেখলু রামা
    মাধব অপরূপ পেখলু রামা। মানিনি মানে অবনি পর লেখই নয়নে না হেরই শ্যামা।। শুইতে বিদগধ নাগর শেখর আকুল গদগদ বোল। কি করব দৈবে রজনি হাম বঞ্চল তবহি হৃদয় মঝু দোল।। হামারি শপতি তোহে শুন শুন সহচরি তুরিত গমন করু তাই। বহুত যতন করি তাহে মানায়বি যৈছে সদয় হোয়ে রাই।। শপতি বচনে সোই কছু নাই বোলল […] keyboard_arrow_right
  • মাধব অবলা পেখলু মতিহীনা
    মাধব অবলা পেখলু মতিহীনা। সারঙ্গ-সবদে মদন অধিকায়ল তাহে দিনে দিনে ভেল খীনা।। রহলি বিদেস সন্দেস না পাঠায়লি কৈহে জীয়ত ব্রজবালা। তো বিনু সুন্দরী ঐছন ভেলহি যৈছে নলিনী পর পালা।। সকল রজনী ধনী রোই গমাবএ সপনে ন দেখএ তোয়। ধৈরজ কইসে করব বর কামিনী বিপরীত কাম বিমোয়।। বিদ্যাপতি ভন সুন বর মাধব হম আওল তুঅ পাস। […] keyboard_arrow_right
  • মাধব ই নহিঁ উচিত বিচারে
    মাধব ই নহিঁ উচিত বিচারে। জনিক এহন ধনি কাম-কলা সনি সে কিঅ করু ব্যাভিচারে।। প্রানহুঁ তাহি অধিক কয় মানব হৃদয়ক হার সমানে। কোন পরিযুক্তি আন কৈঁ তাকব কী থিক হুনক গেআনে।। কৃপিন পুরুস কৈঁ কেও নহিঁ নিক কহ জগ ভরি কর উপহাসে। নিজ ধন অইছতি নহি উপভোগব কেবল পরহিক আসে।। ভনহিঁ বিদ্যাপতি সুনু মধুরাপতি ই […] keyboard_arrow_right
  • মাধব এ তুয়া কোন বিচার
    মাধব এ তুয়া কোন বিচার। নলি পুতলি তনু সরবই গরবই কৈছে করবি অভিসার।। কাচূরি ফারি চরণ তলে বোধই নাসিকা মতি না রাখ। চলই না পারই আরতি বাঢ়ই কাতরে মাগই পাখ।। চলতহি তুড়িত ক্ষেণে পুন বৈঠত পদযুগে দেয়ত গারি। কহ বলরাম তহি অতি দুরত লোচনে শাঙন বারি।। keyboard_arrow_right
  • মাধব এ তোমার কেমন চরিত
    মাধব এ তোমার কেমন চরিত। জাতি কুলশীল দিয়া যে তোমায় সঁপিল হিয়া তাহে ছাড় এ নহে উচিত।। তোমার মুখ কলানিধি রাই কাঁদে নিরবধি লোরে কলেবর যায় ভাসি। ক্ষণে ক্ষণে অনুরাগে এমতি নিঃশ্বাস ছাড়ে নাসার বেশর পড়ে খসি।। যে ধনি তোমার লাগি দিবানিশি অনুরাগী ত্রিভুবনে নাহিক তুলনা। বুঝিলাম তোমা হেন পিতলে পেতেছে মন পরিহরি দশবাণ সোনা।। […] keyboard_arrow_right
  • মাধব এক নিবেদন তোয়
    মাধব এক নিবেদন তোয়। মান-বিরহ-জ্বরে তুহে অতি দগধল মাফ করব সব মোয়।। তুহুঁ যদি লাখ গোপি সঞে বিহরসি পায়সি বহুত আনন্দ। সো মুঝে কোটি কোটি সুখ-সম্পদ তিল-আধ না ভাবিয়ে মন্দ।। অকপটে এক বাত মুঝে কহবি তু না করবি চীতক ভীত। চন্দ্রাবলি তুহে কতহু সমাদরে কৈছন প্রেম পিরীত।। সো যদি তুহারি গীম প্রেমভুজ দেই বান্ধি রাখত […] keyboard_arrow_right
  • মাধব এখন দুরি করু সেজে
    মাধব এখন দুরি করু সেজে। কিছুদিন ধৈরজ ধরু যদুনন্দন হমহিঁ উমগি রস দেবে।। কাঁচ কমল ফুল কলী জনু তোড়িয় অধিক উঠত উদ্বেগে। এহন বয়স রিতু করৈক নহি থিক ঈ মানিয় মোর উপদেশে।। রাহু গরাসল জলধর জৈসে তেহন নে করিয় গেআনে। কিছুদিন ঔর বিতয় দিঅ মাধব তখন হোয়ত রস দানে।। ভনহিঁ বিদ্যাপতি সুনিএ মধুরপতি ধৈরজ ধরিয় […] keyboard_arrow_right
  • মাধব ঐছে বচন শুনি সো সখি
    মাধব ঐছে বচন শুনি সো সখি চললিহুঁ রাইক পাশ। মন মাহা বচন রচন করি যৈছনে নাহক পূরয়ে আশ।। অপরূপ দোতিক রীত। সখিগণ সঙ্গে রাই যাহাঁ বৈঠয়ে তাহিঁ যাই উপনীত।। শুন শন রমণি- শিরোমণি মুগধিনি তুয়া অনুগত ভেল শ্যাম। তুয়া রূপ হেরি সোই ভেল আকুল কহই দাস বলরাম।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ