• (নিজ)মন্দিরে ধনি বৈঠলি সখি মেলি
    (নিজ) মন্দিরে ধনি বৈঠলি সখি মেলি। কহতহি পিয়াগুণ রজনিক কেলি।। ভাবে অবশ ধনি পুলকিত অঙ্গ। গদগদ কহে কত বচন বিভঙ্গ।। নয়নে বহয়ে জল কাঁপয়ে শরীর। ঘামে ভিগল সব অরুণিম চীর।। কত কত ভাব বিথারল রাই। কহিতে না পারে ধনি প্রেম অবগাই।। ধৈরজ ধরি ধনি কহয়ে বিলাস। প্রেম অনুরূপ কহই কানু দাস।। keyboard_arrow_right
  • মকর-কুণ্ডল কিবা নাচত অদভুত
    মকর-কুণ্ডল কিবা নাচত অদভুত মঞ্জু মঞ্জির করু গান। রসনা বাদন-বর তৌর্য্যত্রিক সুন্দর ধ্রুব আদি হোয়ত সুঠান।। অপরূপ প্রেম-বিলাস। রকত-কমল নিল উতপল বারত নহি নহি গদগদ ভাষ।।ধ্রু।। কবহু ইঙ্গিতে কুঞ্জ কুঞ্জর তব কয়ল তৈছন কাম।। নিজ নিজ মহাভাব প্রকট করত যব পলায়ে মদন দুরবার। রাধামোহন দাস কব দেখব উহ সব প্রেম বিহার।। keyboard_arrow_right
  • মকর-রচন-ছলে রাইক উচ কুচ
    মকর-রচন-ছলে রাইক উচ কুচ- মরদন করত মুরারি। গুপত কথা-ছলে শ্রুতি-মূলে অর্পিল দশনহি গণ্ড-বিদারি।। দেখ সখি অপরূব রঙ্গ।। চাতুরি করি হরি মনরথ পূরত ধনি তাহে উলসিত-অঙ্গ।।ধ্রু।। চিবুকহি মৃগমদ বিন্দু সাজাইতে নিবিড় আলিঙ্গন দেল। ভুজযুগ বন্ধনে কানু মন মোহিনী তঁহি পুন বন্দিনী ভেল।। মাতল মনমথ উলসিত দুহুঁজন নিধুবনে পুন পরবেশ। চন্দ্রশেখর কহে দুহুঁ-তনু ঘামল পুনহুঁ মেটল সব […] keyboard_arrow_right
  • মগন করিয়া গেল সে চলিয়া
    “মগন করিয়া গেল সে চলিয়া সোনার পুতলি কায়া। তাহে নীল শাড়ী ভেদিয়া আঁচল রূপ অনুপম ছায়া।। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তড়িৎ দেখি । লখিতে নারিনু কেমন বন্ধন লখিয়া নাহিক লখি।। কি আর কহিব নয়ান চঞ্চল নানা আভরণ গায়। নানা পরিপাটী রসের সৌরভে লাখ লাখ অলি ধায়।। চলিল যখন দেখিল তখন গমন হংসিনী প্রায়। […] keyboard_arrow_right
  • মগন করিয়া গেল সে চলিয়া
    মগন করিয়া গেল সে চলিয়া সোনার পুতলি কায়া। তাহে নীল শাড়ী ভেদিয়া আঁচল রূপ অনুপম ছায়া।। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তড়িৎ দেখি। লখিতে নারিনু কেমন বন্ধন লখিয়া নাহিক লখি।। কি আর কহিব নয়ান চঞ্চল নানা আভরণ গায়। নানা পরিপাটী রসের সৌরভে লাখ লাখ অলি ধায়।। চলিল যখন দেখিল তখন গমন হংসিনী প্রায়। আপন […] keyboard_arrow_right
  • মগন করিয়া সে গেল চলিয়া
    মগন করিয়া সে গেল চলিয়া সোনার পুতলি কায়া। তাহে নীল সাড়ী ভেদিয়া উঠিল রূপ অনুপম ছায়া।। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তড়িৎ দেখি। লখিতে নারিনু কেমন বন্ধান লখিয়া নাহিক লখি।। কিবা সে তাহার নয়ন চঞ্চল নানা আভরণ গায়ে। অঙ্গের পবন রসের সৌরভে লাখ লাখ অলি ধায়ে।। চলিল যখন দেখিল তখন রাজহংসিনী প্রায়। আপন গিয়ানে […] keyboard_arrow_right
  • মগন হইলা গীতের আলাপে
    মগন হইলা গীতের আলাপে সে ধনী কিশোরী রাই। আগে আইস শ্যামা হেদে নব রামা তোমারে মরম কই।। দু বাহু পসারি রাই সুনাগরী গুণীরে করিল কোড়। শ্যামের অঙ্গের পরশ পাইয়া মনোরথ ভেল ভোর।। অঙ্গের সৌরভ পরশ সুগন্ধ পাইতে কিশোরী গোরী। হাসি রসপর কটাক্ষ চাহিতে জানিল সুরস প্যারী।। কপট মুরারি করিয়া চাতুরী মান লয়া প্রিয়া মোর। দূরে […] keyboard_arrow_right
  • মগন হইলা গীতের আলাপে
    মগন হইলা গীতের আলাপে সে ধনী কিশোরী রাই। “আগে আইস শ্যামা হেদে নব রামা তোমারে মরম কই।।” দু বাহু পসারি রাই সুনাগরী গুণীরে করিল কোড়। শ্যামের অঙ্গের পরশ পাইয়া মনোরথ ভেল ভোর।। অঙ্গের সৌরভ পরশ সুগন্ধ পাইতে কিশোরী গোরী। হাসি রসপর কটাক্ষ চাহিতে জানিল সুরস প্যারী ।। কপট মুরারি করিয়া চাতুরী মান লয়া প্রিয়া মোর। […] keyboard_arrow_right
  • মঙ্গল বিলুবিঅ সিন্দুর পিঠারে
    মঙ্গল বিলুবিঅ সিন্দুর পিঠারে। তোঁহে ভরি সোপলি সাজলি ছারে ।। চলহ চল হর পলটি দিগম্বর। হমরি গোসাউনি তোহ ন জোগ বর।। হর চাহ গুরু গউরবে গোরী। কি করব তবে জপমালী তোরী।। নঅনে নিহারব সম্ভ্রম লাগী। হিমগিরি ধীএ সহব কইসে আগী।। ভাল বলই নয়নানল রাসী ঝরকত মউল ডাঢ়তি পটবাসী।। বড়ে সুখে সাসু চুমওবাহ মথা। ওঠ বুরত […] keyboard_arrow_right
  • মঙ্গল-আরতি কীর্ত্তন
    শ্রীশ্রীগৌরকিশোরের মঙ্গল-আরতি কীর্ত্তন ‘‘মঙ্গল আরতি গৌরকিশোর। মঙ্গল নিত্যানন্দ যোড়হি যোড়।। মঙ্গল শ্রীঅদ্বৈত ভকতহিঁ সঙ্গে। মঙ্গল গাওত প্রেম-তরঙ্গে।। মঙ্গল বাজত খোল করতাল। মঙ্গল হরিদাস নাচত ভাল।। মঙ্গল ধূপ-দীপ লইয়া স্বরূপ। মঙ্গল আরতি করে অপরূপ।। মঙ্গল গদাধর হেরি পহুঁ হাস। মঙ্গল গাওত দীন কৃষ্ণদাস।।’’ শ্রীশ্রীযুগলকিশোরের মঙ্গল-আরতি কীর্ত্তন ‘‘মঙ্গল আরতি যুগলকিশোর। জয় জয় করতহি সখীগণ ভোর।। রতন-প্রদীপ করে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ