সিদ্ধ পুরাণে ব্যাসের বর্ণনে এ সব কাহিনী আছে। শ্রীভাগবতে না পাবে বেকতে এ কথা কহিব পাছে।। কমল লোচন জানিআ কারণ মুদিল নঅন দুটি। হেনক সময়ে ব্রহ্মা শূলপাণি আইল নিকট লুটি।। ব্রহ্মারূপে পহু বসাই হরসে কহেন মধুর বাণী। “ভাল হইল দুহে আইলে এথাই শুন ব্রহ্মা শূলপাণি।। অই দেখ আগে আল্য বসুমতী শ্রবন করিল অতি। অসুরের ভার […]
keyboard_arrow_right