• সই পরখি বুঝিনু কাজে
    সই পরখি বুঝিনু কাজে। বিনি অপরাধে সাধিলে বাদ জগত ভরিল লাজে।। ধ্রু।। সে সব পীরিতি সাদর আরতি সদাই পড়িছে মনে। প্রেম পরাভব এমন জানিয়া এখন যায় পরাণে।। সহজে অবলা আগু অনুসরে না জানি কি হয় পাছে । জ্ঞানদাস বলে সময় বুঝিতে কে যেন এমন আছে।। keyboard_arrow_right
  • সই বোল কি উপায়
    সই বোল কি উপায়, প্রাণ প্রিয়া বিনে হিয়া ধরন না যায়। ধু কি হাবিলাষ মোর কিবা গৃহবাস, এরূপ যৌবন কাল পিয়া পরবাস। হৃদের উপরে মোর হানি কাম-শেল, নিঠুর হৈয়া প্রিয়া কোন দেশে গেল। কহে হীন আলাওলে পিয়া নহে দূরে, ভাব কান পাইবে নিজ অন্তঃপুরে। keyboard_arrow_right
  • সই রে বলি কি আর কুলধরমে
    সই রে বলি কি আর কুলধরমে। দীঘল নয়ানের বাণ হানিলে মরমে।। সই এবে বলি না রহে পরাণ। জাগিতে ঘুমিতে দেখি বাঁশিয়ার বয়ান।। সই এবে বলি তার কি থির সন্ধান। তাকিয়া মারিয়াছে বাণ যেখানে পরাণ।। সই এবে বলি কি রূপ দেখিলুঁ। দেখিয়া মোহন রূপ আপনা নিছিলুঁ।। সই এবে বলি কি রূপ সাজনি। যাচিয়া যৌবন দিব শ্যামরূপের […] keyboard_arrow_right
  • সই সে জনা মানুষ নয়
    সই সে জনা মানুষ নয়। তার সঞে যদি করিয়ে পিরীতি না জানি কি জানি হয়।। হাসি হাসি মোর মুখ নিরখিয়া মনে মন কথা কয়। ছায়ার সহিতে ছায়া মিশাইতে পথের নিকটে রয়।। সহজে রসের, অকোর কত ভাবের অঙ্কুর তায়। বাতাসে বসন উড়িতে আপন অঙ্গে ঠেকাই যাই।। ও গীম দোলনি ঠামরু চলনি রমণী মানস চোর। জ্ঞানদাস বোলে […] keyboard_arrow_right
  • সই , কাহারে করিব রোষ
    সই, কাহারে করিব রোষ। না জানি না দেখি সকল লইনু সে পুনি আপন দোষ।। বাতাস বুঝিয়া ফেলাইতু পা বাড়াই বুঝিয়া থেহ। মানুষ বুঝিয়া কথা সে কহিয়ে রসিক বুঝিয়া লেহ।। মরক বুঝিয়া গুণ প্রকাশিয়ে ব্যথিত বুঝিয়া ব্যথা। অবিচারে সই করিল পীরিতি কেন কৈল হেন কাজে। চণ্ডীদাস কহে ধী রহ সুন্দরি কহিলে পাইবে লাজে।। keyboard_arrow_right
  • সই আমার গোরাচাঁদ
    সই আমার গোরাচাঁদ। আমার মানস চকোর ধরিতে পেতেছে পিরীতিফাঁদ।।ধ্রু।। সই আমার গৌরাঙ্গ সেহ। চাতক হইয়া তার প্রেমবারি পিয়া সে করিব লেহ।। সই আমার গৌরাঙ্গ সোনা। প্রেমে গলাইয়া বেশব বানাইয়া নাকে করিব দোলনা।। সই আমার গৌরাঙ্গ ফুল। গোছটী করিয়া খোপায় পরিব শোভিবে মাথার চুল।। সই আমার গৌরাঙ্গ ননী। সোহাগে ছানিয়া অঙ্গেতে মাখিব জ্ঞানদাস হবে ধনি।। keyboard_arrow_right
  • সই আর কিছু কৈয় না গো
    সই, আর কিছু কৈয় না গো। সকল বজর পাড়িয়া পরল গোকুলে নন্দের পো।। কে জানে পাইব এত অপবাদ স্বপনে নাহিক জানি। তবে কি তা সনে বাড়ানু মরমে অথবা কুলের ধনী।। শয়নে স্বপনে আন নাহি মনে দেখিয়া কালিয়া কানু। বিরহ বেয়াধি কত না সহিব কবে সে তেজিব তনু।। শুনহ সজনি হেন মনে করি গরল তখিয়া মরি। […] keyboard_arrow_right
  • সই আর যে কহিব কত
    সই, আর যে কহিব কত। আপনা খাইনু ছাড়িতে নারিনু হইতে নারিনু রত।। ঝাঁপ যে দিয়া জলেতে পশিয়া যমুনায় থাকিব মরি। গোঠেতে যাইতে ধেনু চরাইতে সেখানে দেখিবে হরি।। এখনি তখনি বচন দুখানি পরিমাণ কিছু নয়। কহিতে কহিতে সোনা যে বরিখে রাঙ্গের তুলনা নয়।। ধাঙ্গড় চতুর চোর যে টীট সব যে মিছাই কয়। তাহার অধিক দ্বিগুণ চাতুরী […] keyboard_arrow_right
  • সই ইহাতে করিব কী
    সই ইহাতে করিব কী। হেন পিয়া মোরে ছাড়িতে বোলয়ে কেমনে পরাণে জী।।ধ্রু।। যে জন এমন করয়ে বেভার কেমনে ছাড়িব তারে। ধরম করম তাহার লাগিয়া ফেলিব যমুনানীরে।। শুনহ সজনি দিবস রজনী কানুরে ধরিয়া বুকে। বনে প্রবশিয়া মানস পূরিয়া দেখিব সে চাঁদমুখে।। অধরে অধর লাগাইয়া পুন পুরাব মনের সাধা। প্রেমদাস কহে উচিত এ হয়ে তবে সে ঘুচয়ে […] keyboard_arrow_right
  • সই এ কি সহে পরাণে
    সই, এ কি সহে পরাণে। কি বোল বলিয়া গেল ননদিনী শুনিলে আপন কাণে।। পরের কথায় এত কথা কহে ইহাতে কহিব কি। কানু-পরিবাদে ভুবন ভরিল বৃথায় জীবনে জী। কানুরে পাইত এ সব কহিত তবে বা সে বোলে ভাল। মিছা পরিবাদে বাদিনী হইয়া জর জর প্রাণ হৈল।। কে আছে বুঝায়ে শ্যামেরে কহিয়ে এ দুখে করিবে পার। চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ