সই রে বলি কি আর কুলধরমে।
দীঘল নয়ানের বাণ হানিলে মরমে।।
সই এবে বলি না রহে পরাণ।
জাগিতে ঘুমিতে দেখি বাঁশিয়ার বয়ান।।
সই এবে বলি তার কি থির সন্ধান।
তাকিয়া মারিয়াছে বাণ যেখানে পরাণ।।
সই এবে বলি কি রূপ দেখিলুঁ।
দেখিয়া মোহন রূপ আপনা নিছিলুঁ।।
সই এবে বলি কি রূপ সাজনি।
যাচিয়া যৌবন দিব শ্যামরূপের নিছনি।।
সই এবে বলি মনে তাহাই জাগে।
গোবিন্দদাস কহে নব অনুরাগে।।