সই, কাহারে করিব রোষ।
না জানি না দেখি সকল লইনু
সে পুনি আপন দোষ।।
বাতাস বুঝিয়া ফেলাইতু পা
বাড়াই বুঝিয়া থেহ।
মানুষ বুঝিয়া কথা সে কহিয়ে
রসিক বুঝিয়া লেহ।।
মরক বুঝিয়া গুণ প্রকাশিয়ে
ব্যথিত বুঝিয়া ব্যথা।
অবিচারে সই করিল পীরিতি
কেন কৈল হেন কাজে।
চণ্ডীদাস কহে ধী রহ সুন্দরি
কহিলে পাইবে লাজে।।