• যাং সেবিতবানসি জাগরী
    যাং সেবিতবানসি জাগরী। ত্বামজয়ত সা নিশি নাগরী।। কপটমিদং তব বিন্দতি হরে। নাবসরং পুনরালিনিকরে।। মা কুরু শপথং গোকুল-পতে। বেত্তি চিরং কা চরিতং ন তে।। মুক্ত-সনাতন-সৌহৃদ-ভরে। ন পুনরহং ত্বয়ি রসমাহরে।। keyboard_arrow_right
  • যাই ব্রজপুরে যাই কোন পথে যাই
    যাই ব্রজপুরে যাই, কোন পথে যাই, ওরে বল রে তাই। আমার সাথের সাথী আর কেহ নাই।। কোথা রাধে, কোথা কৃষ্ণ ধন, কোথা রে তোর সব সখিগণ; আর কতদিন চলিলে সে চরণ পাই।। যার জন্য মুড়িয়েছি মাথা তারে পেলে যায় মনের ব্যথা, কি সাধনে সে চরণে পাব ঠাঁই।। তোর যত স্বরূপ গণেতে বর দে গো কৃষ্ণের […] keyboard_arrow_right
  • যাই যাই বলি পিয়া বলে তিন বোল
    “যাই যাই বলি পিয়া বলে তিন বোল। কত না চুম্বন দে কত দেই কোল।। করে কর দিয়া পিয়া শপথ দেই মাথ। পুনঃ দরশন লাগি কহে কত বাত।। পদ আধ যায় পিয়া চাহে পালটিয়া । বদন নিরিখে মোর অথির হইয়া।। নিগূঢ় পীরিতি পিয়ার আরতি বহুক। চণ্ডীদাসে কহে হিয়ার ভিতরে রহুক। keyboard_arrow_right
  • যাই কোন ঠাই সজনী সই
    যাই কোন ঠাই সজনী সই, বন্ধের লাগি যাব কোন ঠাঁই ? ধু প্রেম বাড়াইয়া কালা, দিলি মোরে এথ জ্বালা, কোথা গিয়া রহিলি ছাপাই ? এ চারি প্রহর নিশি, শয্যার উপরে বসি, ঝুরি ঝুরি রজনী গোঁয়াই।। যৌবন হইল ভারী,ধৈর্য্য ধরাইতে নারি, কিসে মন রাখিমু মানাই। এতিম নাছিরে ভণে, যাও ধনি কদম তলে, যদি চাহ সুন্দর কানাই।। keyboard_arrow_right
  • যাইতে জলে কদম্ব তলে
    যাইতে জলে কদম্ব তলে ছলিতে গোপের নারী। কালিয়া বরণ হিরণ পিঁধন বাঁকিয়া রহিল ঠারি ।। মোহন মুরলী হাতে। যে পথে যাইবে গোপের বালা দাঁড়াইল সেই পথে।। ”যাও আন বাটে গেলে এ ঘাটে বড়ই বাধিবে লেঠা।” সখী কহে ”নিতি এই পথে যাই আজি ঠেকাইবে কেটা।।” হয় বলাবলি করে ঠেলাঠেলি হৈল অরাজক পীরা। চণ্ডীদাস কহে কালীয়ানাগর ছি […] keyboard_arrow_right
  • যাইতে জলে কদম্ব-তলে
    যাইতে জলে কদম্ব-তলে ছালতে গোপের নারী। কালিয়া বরণ হিরণ পিন্ধন বাঁকিয়া রহিল ঠারি।। মোহন মুরলী হাতে। যে পথে যাইবে গোপের বালা দাঁড়াইল সেই পথে।। “যাও আন বাটে গেলে এ ঘাটে বড়ই বাধিবে লেঠা ।” সখী কহে–“নিতি এই পথে যাই আজি ঠেকাইবে কেটা।।” হয় বলাবলি করে ঠেলাঠেলি হৈল অরাজক পারা। চণ্ডীদাস কহে কালীয়া নাগর ছি ছি […] keyboard_arrow_right
  • যাইতে দেখিল শ্যামে কি করিবে কোটী কামে
    যাইতে দেখিল শ্যামে কি করিবে কোটী কামে ভাঙ ভঙ্গিম সুঠাম। চাঁদ বদনে চাহে যাহা পানে সে ছাড়ে কুল অভিমান।। সই এমন সুন্দর কান। হেরি কুলবতী ছাড়ে নিজ পতি তেজি লাজ ভয় মান।। অতি সে শোভিত বক্ষঃ বিস্তারিত দেখি যে দর্পণাকার। তাহার উপরে মাল শোভিয়াছে ভাল উপজে মদন-বিকার।। নাভির উপরে জনু তমাল জিনিয়া তনু দলিত অঞ্জন […] keyboard_arrow_right
  • যাইতে দেখিলু শ্যামে কি করিবে কোটী কামে
    যাইতে দেখিলু শ্যামে কি করিবে কোটী কামে ভাঙ -ভঙ্গিম সুঠাম। ও চাঁদ বদনে চাহে যাহা পানে সে ছাড়ে কুল অভিমান।। সই, এমন সুন্দর কান। হেরি কুলবতী ছাড়ে নিজপতি তেজি লাজ ভয় মান। ধ্রু।। অতি সুশোভিত বক্ষঃ বিস্তারিত দেখি যে দর্পণাকার। তাহার উপরে মাল শোভিয়াছে ভাল উপজে মদন-বিকার।। নাভির উপরে জনু তমাল জিনিয়া তনু দলিত অঞ্জন […] keyboard_arrow_right
  • যাইতে পেখলুঁ হম নাহলি গোরি
    যাইতে পেখলুঁ হম নাহলি গোরি। কতি সয়ঁ রূপ ধনি আনলি চোরি।। কেশ নিঙ্গাড়িতে বহে জল-ধারা। চামরে গলয়ে জনি মোতিম হারা।। অলকহি তীতল তঁহি অতি সোভা। অলিকুল কমল বেঢ়ল মধুলোভা।। নীরে নিরঞ্জন লোচন রাতা। সিন্দুর মণ্ডিত জনি পঙ্কজ-পাতা।। সজল চীর রহ পয়োধর সীমা। কনক বেলে জনি পড়ি গেও হীমা।। তূল কি করইতে চাহে কে দেহা। অবহুঁ […] keyboard_arrow_right
  • যাইতে যমুনা-সিনানে
    যাইতে যমুনা-সিনানে। সঙ্গহি কাল সমানে।। অলখিতে আওল কান। হাম তব বঙ্ক বয়ান।। ননদিনি আগে আগে যায়। তহি কিছু কহিতে না পায়।। ও বড় বিদগধ নাহ। ইথে যে কয়ল নিরবাহ।। পুন পিছে পিছে গেও সেহ। উলটি হেরিতে শ্যাম-দেহ ।। অলখিতে চুম্বন কেল। ভাবে অবশ তনু ভেল।। বিহি দিল কণ্টক হাথে। চললিহুঁ অধমক সাথে।। কয়লহুঁ যমুনা সিনান। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ