• যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে
    যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে জানল জগৎপতি। অন গুণ আনি গুণে পরাইতে এ গুণ বিখ্যাত রীতি।। এক দশ গুণ দশ গুণ পর যেখানে মহল স্থান। সেখানে উঠিল আখ্যান-শকতি দম্ভের মদের স্থান।। পুন মান রাগ এ তিন প্রকার চারি চারি করে গুণি। যখন এ তত্ত্ব প্রকাশি কায়াতে দূরে গেল তত্ত্বখানি।। সে যে ছিল জ্ঞান গেল কোন […] keyboard_arrow_right
  • যখন করিলে বনে অতি সুখ
    “যখন করিলে বনে অতি সুখ লীলা সে খেলিলে খেলা। কতেক অসুর বধিলে নিঠুর লয়া বালকের মেলা।। যে দিন কালিন্দী- দহের সম্মুখে সে জলে গরল ছিল। সে জন খাইয়া সেখানে বালক সবে তনু তেয়গিল ।। কুলে পড়ি সবে মরিল বালকে তুমি সে গেছিলা কতি। আসিয়া দেখিলে কিবা মাত্র দিলে করিলে সবার গতি।। কেন বা জীয়ালে এ […] keyboard_arrow_right
  • যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে
    যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে জানল জগৎপতি। অন গুণ আনি গুণে পরাইতে এ গুণ বিখ্যাত রীতি।। এক দশ গুণ দশ গুণ পর যেখানে মহল স্থান। সেখানে উঠিল আখ্যান শকতি দম্ভের মদের স্থান।। পুন মান রাগ এ তিন প্রকার চারি চারি করে গুণি। যখন এ তত্ত্ব প্রকাশি কায়াতে দূরে গেল তত্ত্বখানি।। সে যে ছিল জ্ঞান গেল […] keyboard_arrow_right
  • যখন করিলে বনে অতিসুখ
    যখন করিলে বনে অতিসুখ লীলা সে খেলিলে খেলা। কতেক অসুর বধিলে নিঠুর হয়া বালকের মেলা।। যে দিনে কালিন্দী দহের সম্মুখে সে জলে গরল ছিল। সে জল খাইয়া সেখানে বালক সবে তনু তেয়াগিল।। কূলে পড়ি সবে মরিল বালকে তুমি সে গেছিলা কতি। আসিয়া দেখিলে কিবা মাত্র দিলে করিলে সবার গতি।। কেন বা জীয়ালে এ দুখ দেখিতে […] keyboard_arrow_right
  • যখন গোধন লৈয়া আঙ্গিনার নিকট দিয়া
    যখন গোধন লৈয়া আঙ্গিনার নিকট দিয়া যাও তুমি বেণু বাজাইয়া। বেণু ধ্বনি কৈলা তুমি অট্টালিকা পরে আমি সভে এলাম বাহির হৈয়া।। দেখিব বলে এলাম আমি ফিরিয়া না চাইলা তুমি নেচে গেলে হলধরের বামে। অদর্শন হইলা তুমি কান্দিতে কান্দিতে আমি প্রবেশিলাম ললিতার ধামে।। ললিতা চতুরা ছিল দান ছলে মিলাওল তেঞি এলাম তোমা দরশনে। বলরাম দাসে কয় […] keyboard_arrow_right
  • যখন নাগর পীরিতি করিলা
    যখন নাগর পীরিতি করিলা সুখের না ছিল ওর। সোতের সেওলা ভাসাইয়া কালা কাটিলা প্রেমের ডোর।। মুই ত অবলা অখলা হৃদয় ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া চিত্রেতে লিখিয়া বিশাখা দেখালে আনি।। পীরিতি মূরতি কোথা তার স্থিতি বিবরণ কহ মোরে। পীরিতি বলিয়া এ তিন আঁখর এত পরমাদ করে।। পীরিতি বলিয়া এ তিন আঁখর ভুবনে আনিলে কে। […] keyboard_arrow_right
  • যখন নাগর পীরিতি করিলা
    যখন নাগর পীরিতি করিলা সুখের না ছিল ওর। সোতের সেওলা ভাসাইয়া কালা কাটিলা প্রেমের ডোর।। মুই ত অবলা অখলা হৃদয় ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া চিত্রেতে লিখিয়া বিশাখা দেখালে আনি।। পীরিতি মূরতি কোথা তার স্থিতি বিবরণ কহ মোরে। পীরিতি বলিয়া এ তিন আঁখর এত পরমাদ করে।। পীরিতি বলিয়া এ তিন আঁখর ভুবনে আনিল কে। […] keyboard_arrow_right
  • যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
    যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা আপনি করিতা মোর বেশ। আঁখির আড় নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ।। একে হাম পরাধীনী তাহে কুলকামিনী ঘর হৈতে আঙ্গিনা বিদেশ। এতে পরমাদে প্রাণ না জানি তুব ত আন আর কত কহিব বিশেষ।। ননদী বিষের কাঁটা বিষমাখা দেয় খোঁটা তাহে তুমি এক নিদারুণ। কবি চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
    যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা আপনি করিতা মোর বেশ। আঁখির আড় নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ।। একে হাম পরাধীনী তাহে কুলকামিনী ঘর হৈতে আঙ্গিনা বিদেশ। এক পরমাদ প্রাণ তবু ত না জানি আন আর কত কহিব বিশেষ।। ননদী বিষের কাঁটা বিষমাখা দেয় খোঁটা তাহে তুমি এত নিদারুণ। দ্বিজ চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
    যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা আপনি করিতা মোর বেশ। আঁখি আড় নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ।। একে আমি পরাধিনী তাহে কুল-কামিনী ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ। এত পরমাদে প্রাণ তবু নাহি জানে আন আর কত কহিব বিশেষ ।। ননদী বিষের কাঁটা বিষ-মাখা দেয় খোঁটা তাহে তুমি এত নিদারুণ। দ্বিজ চণ্ডীদাসে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ