যাহার লাগিয়া সকল ছাড়িনু সে কেনে বাসয়ে পর। পিরিতি করিয়া কি জানি হইল সদাই অন্তরে জ্বর।। সুজন কুজন না চিনে যে জন, তাহারে বলিব কি। মরম বেদন যে জন জানয়ে, তাহারে পরাণ দি।। প্রেম সায়রে একটি কমল রসের মাধুরি মাঝে। প্রেম পরিমলে লুধ্ব ভ্রমরা ধাওল আপন কাজে।। ভ্রমর জানই কমল মাধুরি তেই তারে হয় বশ। […]
keyboard_arrow_right