• যারে মুই না দেখোঁ নয়ানে
    যারে মুই না দেখোঁ নয়ানে। কলঙ্ক তোলায় তার সনে।। নগরে আছয়ে কত নারী। কে না চাহে শ্যাম পানে ফিরি।। কে না পিরিতি নাহি করে। গুরুজন নাহি কার ঘরে।। মোর হৈল সব বিপরীত। জগতে করিলে বেয়াপিত।। যাহা নাহি দেখয়ে নয়নে। তাহা যেন দেখিল এখনে।। বলরাম কহে পাপ-লোকে। মিছা কথা করে পরতেকে।। keyboard_arrow_right
  • যাঁহা দরশনে তনু পুলকহি ভরই
    যাঁহা দরশনে তনু পুলকহি ভরই। যাঁহা কর করষণে টুটিত বলই।। যাঁহা পরিরম্ভণে অম্বর খলই। যাঁহা ঘন চুম্বনে বদন না টলই।। এ সখি মানিয়ে হরি সঞে মেলি। যব হোয়ে ঐছন মনোভাব-কেলি।। যাঁহা কিঙ্কিণি মণি-কঙ্কণ বোলই। যাঁহা নখ-বিলিখনে দুহুঁ তনু দলই।। যাঁহা মণি-নূপুর তরলিত কলই। যাঁহা ঘন চন্দন শ্রমজলে গলই।। যাঁহা নাহি ঐছন রস নিরবহই। তাঁহা পরিবাদ […] keyboard_arrow_right
  • যাঁহা বিলপয়ে বর কান
    যাঁহা বিলপয়ে বর কান। তাঁহা সখি করল পয়ান।। মীলল নাগর পাশ। দীঘল তেজই নিশাস।। নাগর হেরি বিভোর। নয়নহি আনন্দ লোর।। কানু কহই মৃদুভাষ। পূরবি মঝু অভিলাষ।। কৈছে আছয়ে ধনি রাই। শুনইতে মঝু নিঠুরাই।। হাম করলুঁ পরিহাস। তাকর বিরহ-হুতাশ।। অতয়ে গমন করু তাই। তুরিতহি আনবি রাই।। এত শুনি সো সখি গেল। রাইক সমুখহি ভেল।। কানুক ইহ […] keyboard_arrow_right
  • যাঁহা সখিগণ সব রাই বুঝায়ত
    যাঁহা সখিগণ সব রাই বুঝায়ত তুরিতে আওল তাঁহা কান। হেরইতে কমল- বয়নি ধনি মানিনি অবনত করল বয়ান।। হেরইতে নাগর গদগদ অন্তর মন মাহা ভেল বহু ভীতে। গলে পীতাম্বর চরণ-যুগল ধর কহতহি গদগদ চীতে।। সুন্দরি করহ মুঝে মান। নিরহেতু হেতু জানি তুহুঁ রোখলি প্রতিবিম্ব হেরি কহ আন।।ধ্রু।। তুয়া বিনে নয়নে আন নাহি হেরিয়ে না কহিয়ে আন […] keyboard_arrow_right
  • যাহার সহিত যাহার পীরিতি
    যাহার সহিত যাহার পীরিতি সেই সে মরম জানে। লোক-চরচায় ফিরিয়া না চায় সদাই অন্তরে টানে।। গৃহ-কর্ম্মে থাকি সদাই চমকি গুমরে গুমরে মরি। নাহি হেন জন করে নিবারণ যেমত চোরের নারী।। ঘরে গুরুজনা গঞ্জয়ে নানা তাহা বা কাহারে কই। মরণ সমান করে অপমান বন্ধুর লাগিয়া সই। কাহারে কহিব কেবা পীত্যাইব কে জানে মরম-দুখ । চণ্ডীদাসে কয় […] keyboard_arrow_right
  • যাহার কারণে জগজন ভরি
    যাহার কারণে জগজন ভরি যত বড় ভেল লাজ। জানহ সকল যদুনাথ তুমি ভুবনমণ্ডল মাঝ।। যদি নাকি চাবে সে হেন শ্রীমুখ জর করে দেহা। যাইয়া যমুনা জল ভরি ছলে দেখিয়া বাড়য়ে লেহা।। যদি যাহ নাথ যমুনা উপায়ে যগন ধেনুর পাল। যবে নাহি দেখি দেখিলে জুড়াই বিকের ছলায়ে ভাল।। যাহার বেদনা জানে কোন জনা যাহার হৃদয়ে পশি। […] keyboard_arrow_right
  • যাহার কারণে জগজন ভরি
    যাহার কারণে জগজন ভরি যত বড় ভেল লাজ। জানহ সকল যদুনাথ তুমি ভুবন-মণ্ডল-মাঝ।। যদি নাকি চাবে সে হেন শ্রীমুখ (জর) জর করে দেহা। যাইয়া যমুনা জল ভরি ছলে দেখিয়ে বাড়য়ে লেহা।। যদি যাহ নাথ যমুনা উপারে যগন ধেনুর পাল। যবে নাহি দেখি দেখিলে জুড়াই বিকের ছলায়ে ভাল।। যাহার বেদনা জানে কোন জনা যাহার হৃদয়ে পশি। […] keyboard_arrow_right
  • যাহার লাগিঞা হাম সব তেয়াগিল
    যাহার লাগিঞা হাম সব তেয়াগিল। সে যদি নিঠুর হঞা মথুরা রহিল।। মরিব মরিব সখি নিশ্চত্র মরিব। কাহ্ন হেন গুণনিধি কারে দিঞা যাব পুন যদি চান্দমুখ দেখিতে না পাব। বিরহ আনল জালি তনু তেয়াগিব।। কহে বলরাম দাস বিরমহ রাই। চান্দমুখ না দেখিলে মরিব সভাই।। keyboard_arrow_right
  • যাহার লাগিয়া কৈলুঁ কুলের লাঞ্ছনা
    যাহার লাগিয়া কৈলুঁ কুলের লাঞ্ছনা। কত না সহিব দেহে গুরুর গঞ্জনা।। যার লাগি ছাড়িলুঁ গৃহের যত সুখ। না জানি কি লাগি এবে সে জনা বিমুখ।। সজনি নিবেদলুঁ তোরে। কলঙ্ক রহল সব গোকুল নগরে।। তিলেকে সে তেয়াগিলুঁ পতি খুর-ধার। শ্রবণে না শুনলুঁ ধরমবিচার।। অবলা অখলজাতি ভুলে পরবোলে। সাধের প্রদীপ নিভাইল সাঁঝবেলে।। দুখের উপরে দুখ পরিজনবোল। সতীর […] keyboard_arrow_right
  • যাহার লাগিয়া সকল ছাড়িনু সে কেনে বাসয়ে পর
    যাহার লাগিয়া সকল ছাড়িনু সে কেনে বাসয়ে পর। পিরিতি করিয়া কি জানি হইল সদাই অন্তরে জ্বর।। সুজন কুজন না চিনে যে জন, তাহারে বলিব কি। মরম বেদন যে জন জানয়ে, তাহারে পরাণ দি।। প্রেম সায়রে একটি কমল রসের মাধুরি মাঝে। প্রেম পরিমলে লুধ্ব ভ্রমরা ধাওল আপন কাজে।। ভ্রমর জানই কমল মাধুরি তেই তারে হয় বশ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ