গোঠেরে সাজল গোপাল। ধবলি সাঙলি পিউলি বলিয়া হাঁকারে সব রাখাল।। কারু মাথে হেরি বিনোদ পাগড়ি কারু গলে গুঞ্জাগাভা। শ্বেত লোহিত কারু নীল পীত কটি-তটে ভাল শোভা।। ভাইয়া বলরাম পূরিছে বিষাণ কানাই পূরিছে বেণু। উচ্চ পুচ্ছ করি শ্রবণ তুলিয়া আগে চলে সব ধেনু।। নাচত গায়ত বেণু বাজায়ত ধেনু চালায়ত রঙ্গে। ভোজন-সম্ভার লৈয়া আগুসার যাদবেন্দ্র চলু সঙ্গে।।
keyboard_arrow_right