• গোঠেরে সাজল গোপাল
    গোঠেরে সাজল গোপাল। ধবলি সাঙলি পিউলি বলিয়া হাঁকারে সব রাখাল।। কারু মাথে হেরি বিনোদ পাগড়ি কারু গলে গুঞ্জাগাভা। শ্বেত লোহিত কারু নীল পীত কটি-তটে ভাল শোভা।। ভাইয়া বলরাম পূরিছে বিষাণ কানাই পূরিছে বেণু। উচ্চ পুচ্ছ করি শ্রবণ তুলিয়া আগে চলে সব ধেনু।। নাচত গায়ত বেণু বাজায়ত ধেনু চালায়ত রঙ্গে। ভোজন-সম্ভার লৈয়া আগুসার যাদবেন্দ্র চলু সঙ্গে।। keyboard_arrow_right
  • রাম পানে চায় রাণী গোপাল পানে চায়
    রাম পানে চায় রাণী গোপাল পানে চায়। কি বোলে বিদার দিব মুখে না জুয়ায়।। সকালে আসিহ গোপাল ধেনুগণ লইয়া। অভাগিনী রৈল তোর চাঁদ মুখ চাইয়া।। থাকিয়া শ্রীদামের কাছে চরাইও বাছুরি। জোরে শিঙ্গারব দিও পরাণে না মরি।। এ ক্ষীর নবনী তোরে যাইতে এই দিলুঁ। তুমি যাবে দূর বনে আমি ভাবি মলুঁ।। তুমি না ভাবিহ মা কাননে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ