• অগুরু চন্দন চূয়া দিব কার গায়
    “অগুরু চন্দন চূয়া দিব কার গায়। পিয়া বিনু মোর হিয়া ফাটিয়া যায়।। তাম্বূল কর্পূর আমি দিব কার মুখে । রজনী বঞ্চিব হাম করে নয়ে সুখে।। কার অঙ্গ পরশে শীতল হবে দেহা। কান্দিয়া পোহাব কত নাহি ছুটে লেহা।। কোন্‌ দেশে গেল পিয়া মোরে পরিহরি। তুমি যদি বল সখি, বিষ খেয়ে মরি।। পিয়ান চূড়ার ফুল গলায় গাঁথিয়া। […] keyboard_arrow_right
  • অগো রাই কি করিমুরে কালা লাগিল মোর মনে
    অগো রাই কি করিমুরে কালা লাগিল মোর মনে। ধু কালিআ কালিআ করি ঝুরিয়া ঝুরিয়া মরি কালা হৈল প্রাণের বৈরী। আখির পোতলী করি বন্ধুরে রাখিতে নারি অঝরণে ঝরে দুইটি আখি। কহে আইনদ্দিনে রাই চলরে ধেনুরে জাই। রাধা আর নন্দের নন্দন পাই keyboard_arrow_right
  • অগো সই, কে জানে এমন রীত
    অগো সই, কে জানে এমন রীত। শ্যাম বঁধুর সনে পীরিতি করিয়া কেবা যাবে পরতীত।। খাইতে পীরিতি শুইতে পীরিতি পীরিতি স্বপনে দেখি। পীরিতি লহরে আকুল হইয়া পরাণ পীরিতি সাথী।। পীরিতি আঁখর জপি নিরন্তর এক পণ তার মূল । শ্যাম বঁধুর সনে পীরিতি করিয়া নিছিদ দিলাম কুল।। চন্ডীদাস কয় অসীম পীরিতি কহিতে কহিব কত। আদর করিয়া যতেক […] keyboard_arrow_right
  • অগোচর প্রেমনিধি যাচি দিল গুণনিধি
    অগোচর প্রেমনিধি যাচি দিল গুণনিধি প্রেম লইয়া আইলা গৌড়মাঝ। প্রেম করি পরকাশ গুণনিধি শ্রীনিবাস সঙ্গে ছয় চক্রবর্তী আট কবিরাজ।। বিধি মোরে কি করিল প্রাণের প্রভু কোথা গেল কেন প্রাণ রহে দেহ মাঝে। প্রভু গেল যেই পথে প্রাণ জাকু তার সাথে যে পথে গিয়াছে কবিরাজে। যদি প্রাণ দেহে থাকো কবিরাজ বলি ডাকো যায় প্রাণ সেই মোর […] keyboard_arrow_right
  • অঘট ঘট ঘটাবএ চাহসি
    অঘট ঘট ঘটাবএ চাহসি বচন বোলসি হসী আনহি আনহি পেম বচন। তঞে সখি রসল রসী।। সুন্দর দেহা, বিজুরীরেহা, গগনমণ্ডল সোভে।। জতন লেবউ জে নহি পারিঅ তককে করিঅ লোভে।। সুন্দরি তোকে বোলঞো পুনু পুনু খেরাএক পরিহাসে মঞে খেঁওল ওবোল বোলহ জনু ।। কথা অসী কথাওসী পার ও আরি বাসা। জে নিরবাহক রএ নহি পারিঅ তাক কে […] keyboard_arrow_right
  • অঘ্রাণে নৌতুন ধান্য জগতে বিলাসে
    অঘ্রাণে নৌতুন ধান্য জগতে বিলাসে। সর্ব সুখ ঘরে প্রভু কি কাজ সন্ন্যাসে।। পাট নেত ভোটে প্রভু শয়ন কম্বলে। সুখে নিদ্রা যাও তুমি আমি পদতলে।। ও গৌরাঙ্গ প্রভু হে তোমার সর্বজীবে দয়া। বিষ্ণুপ্রিয়া মাগে রাঙ্গা চরণের ছায়া।। keyboard_arrow_right
  • অঙ্গ পুলকিত মরম সহিত
    অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে। বুঝি অনুমানি কালা রূপ খানি তোমারে করিয়া ভোরে।। দেখি নানা দশা অঙ্গ যে বিবশা না হত এমন ভারে। সে বর নাগর গুণের সাগর কিবা না করিতে পারে।। শুন শুন রাই কহি তব ঠাঁই ভাল না দেখি যে তোরে। সতী কুলবতী তুয়া যে খেয়াতি আছয় গোকুলপুরে।। ইহাতে এখন দেখি […] keyboard_arrow_right
  • অঙ্গ পুলকিত মরম সহিত
    অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে। বুঝি অনুমানি কালারূপখানি তোমারে করিয়া ভোরে।। দেখি নানা দশা অঙ্গ যে বিবশা না হত এমন ভারে। সে বড় নাগর গুণের সাগর কিবা না করিতে পারে।। শুন শুন রাই কহি তব ঠাঁই ভাল না দেখি যে তোরে। সতী কুলবতী তুয়া যে খেয়াতি আছয় গোকুলপুরে।। ইহাতে এখন দেখি যে কেমন […] keyboard_arrow_right
  • অঙ্গ মোড়াইছে এ ধনি যবে
    অঙ্গ মোড়াইছে এ ধনি যবে। চমকি নাগর নেহারে তবে।। অলসে অচল আপন দেহ। অলপ বিচ্ছেদে না বান্ধে থেহ।। ব্রজ নব নারি যে জন প্রাণ। রাই অঙ্গ সঙ্গে নিজ না জান।। সুকোমল জানি ধনিক গাত। ঘুমে ঘুমাওত করহি হাত।। কবহি কণ্ঠহি কণ্ঠক লোল। কবহি নিকসে অমিয়া বোল।। এ কিয়ে বদন কছু উঠাই। ওঠ অধর মিঠ মিঠাই।। […] keyboard_arrow_right
  • অঙ্গনে আওব জব রসিয়া
    অঙ্গনে আওব জব রসিয়া। পালটি চলব হন ইসত হঁসিয়া।। আবেসে আঁচর পিয়া ধরবে। যাওব হম জতন পহু করবে।। কঁচুয়া ধরব জব হঠিয়া। করে কর বারব কুটিল আধ দিঠিয়া।। রভস মাঁগব পিয়া জবহী। মুখ মোড়ি বিহসি বোলব নহি তবহি।। সহজহি সুপুরুখ ভমরা। চীর ধরি পিয়ব অধররস হামরা।। তৈখনে হরব মোর চেতনে। বিদ্যাপতি কহ ধনি তুআ জীবনে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ