“এত দিনে ছিলে কোথা। ছাড়িয়া জননী বাছা যাদুমণি, হিয়ায়ে মারিয়ে ব্যথা।। ও মোর বাছনি, চাঁদ-মুখখানি দেখিয়ে নয়ান ভরি। দুষ্ট কংস লাগি তোমা হেন পুত্রে ভেজল গোকুল- পুরী।। শোকেতে আকুল পরাণ বিকল এই দেখ তনু সারা। যেন আঁখে আসি তারা দুটি বসি দেলি উজোর পারা।। পরাণ-প্রদীপ কেবল লোচন এত দিন ছিলে কোথা। কোলে যদুমণি এ ক্ষীর […]
keyboard_arrow_right