• এ সখি! কহইতে কহই না জান
    এ সখি! কহইতে কহই না জান। সো ফুলবন কাহে আজু ভেল আন।। মাধবী-পরিমলে মধু মন দহই। মালতী হেরি নয়নজল গলই।। যূথিক পরশে চমক জনু আগি। রঙ্গণ সঙ্গে অঙ্গে জনু আগি।। তোড়তে কুমুদ সঘনে কর কাঁপি। কমলকে নামে জীউ দেই ঝাঁপি।। গরল সরিখ বরিখে মকরন্দ। নিশি দিশি কিশলয় লাগল ধন্দ।। সহই না পারিয়ে অলিকুল রোল। কোকিল […] keyboard_arrow_right
  • এ অতি কমলিনি উহ সুকুমার
    এ অতি কমলিনি উহ সুকুমার। রসভরে নিজ নিজ নাহিক সাম্ভার।। নয়ন ঢুলাঢলি ঘরমিত মুখ। অঙ্গ মোড়ায়নি ভূরি কৌতুক।। হোর দেখ রে সখি দুহুঁ অবলীলা। দুহুঁ জন দুহুঁ অঙ্গে রহতহি হিলা।। হেরি দিঠি অঞ্চলে হরি মুখ চাই। অঞ্চলে বীজই ভূরি চমকাই।। রসবতি রাই রসিক বর হেরি। কহতহিঁ হাসি সরস তনু তেরি।। কহইতে নিরখই শ্যাম বয়ান। মৃদুতর […] keyboard_arrow_right
  • এ কথা কহিতে সব সখীগণ
    এ কথা কহিতে সব সখীগণ কহিছে রাধার কাছে। “স্বপন আপন না হয় কখন শয়ে এক সাঁচা আছে।।” “হেন বেলে মোর নিঁদ দূরে গেল হিয়ায়ে হইল দুখ। সেই সত্য মোর কিছু নাহি ভায়ে অঙ্গেতে নাহিক সুখ।।” কোন সখী বলে– “অনুভবে দেখি ঐছন করিয়া হিয়া। কি জানি স্বপন কি না হয়ে পুন গণাহ গণক লয়া।।” “ভাল না […] keyboard_arrow_right
  • এ কথা জননী কিছুই না জানে
    এ কথা জননী কিছুই না জানে সঙ্গের সঙ্গতি গুণে। গোপত আখ্যান ইহা কে জানিবে কেহ সে নাহিক জানে।। মূর্চ্ছিত কিশোরী আপনা পাসরি পড়ল ধরণী-মাঝে। যেমত সোনার পুতলি পড়ল অবনীমণ্ডল-মাঝে।। কাঞ্চন-বরণী সুবলমোহিনী দামিনী চমকে যেন। অগেয়ান হৈয়া সুধী নাহি রহে পড়িল কিশোরী তেন।। বিস্মিত হইলা ললিতা সুন্দরী অনঙ্গমঞ্জরী কহে। “আচম্বিতে হেন রাই অচেতন কেন বা এমন […] keyboard_arrow_right
  • এ কথা যখন শুনিল যশোদা
    এ কথা যখন শুনিল যশোদা কহিতে লাগিল তায়। “কি বোল, কি বোল আর আর বল”– ঘন ঘন পুছে তায়।। কাঁদি কহে নন্দ– “ঘুচিল আনন্দ অক্রূর আইল নিতে। কৃষ্ণ বলরাম লইতে দু’জন এই সে কংসের চিতে।।” এ কথা শুনিয়া নন্দ-পানে চেয়ে পড়িল ধরণীতলে। “কি হল, কি হল, গোকুল-নগরে” কাঁদিয়া কাঁদিয়া বলে।। যেমন কুলিশ ভাঙ্গিয়া পড়িল তেমন […] keyboard_arrow_right
  • এ কথা শুনিঞা বলে কংস রাঅ
    এ কথা শুনিঞা বলে কংস রাঅ– “দেবতার কথা মিথ্যা। কহিলা অষ্টম গর্ভে পুত্র হব, প্রসব হইল সুতা।। দেব-বাক্য আন নহিল পুরিত কি জানি এই সে সুতা।– অষ্টম গর্ভের এই পুত্র রিপু ইহারে বধহ তথা।।” রাজ-আজ্ঞা পাঞা প্রহরী যতেক চলিলা সে কন্যা লঞা। শিলায়ে মারিতে গেলা সে তুরিতে অতি হরসিত হঞা।। ধরি দূত পায়ে উঠাইঞা ঠাএ […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া নাগর-শেখর
    এ কথা শুনিয়া নাগর-শেখর গদ্‌গদ ভেল তনু। কমল-নয়নে ধারা বরিখয়ে মুগধ হইল কানু।। পীত বসন ধরিয়া সঘন মুছত নয়ন লোর। দশমী দশার শেষ রব শুনি তাহাই হইল ভোর।। “শুনহ সজনি কহিতে কি হয়ে কেমন দেখিলে রাধা। নিশ্চয় কহিবে আছে কি বাঁচিয়া আমার সে তনু আধা।। সে নব কিশোরী তারে কি পাসরি হৃদয়ে আছয়ে জাগি। সে […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া রাধা বিনোদিনী
    এ কথা শুনিয়া রাধা বিনোদিনী বড়ই আকুল হৈয়া। যা লাগি এতেক হল পরমাদ রহল বিয়োগ পেয়া।। উপজল মান যেন বিষতুল সে নব কিশোরী রাধা। বিমুখ বিয়োগী হইলা কিশোরী কম্পিত এ তনু আধা।। নয়ন কমল যেন রাতাপল তেজিয়া আনের কাছ। বৈঠল কিশোরী আপনা পাসরি মাধবী-লতার গাছ।। মাধবী-তলাতে বসি এক ভিতে অতি সে বিরস ভাবে। শ্রীমুখ বিধুটি […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া শ্যাম-মুখ চেয়্যা
    এ কথা শুনিয়া শ্যাম-মুখ চেয়্যা দূতী এক কহে বাণী। “রাই মানাইয়া এখনি আনিব শুন হে নাগরমণি।।” কহিছে নাগর চতুর শেখর– “এখনি চলিয়া যাহ।” চলি এক মন দূতীর গমন যেখানে আছয়ে সেহ।। সেইখানে গিয়া দিল দরশন কহিতে লাগল তাই। * * * * * * * * *।। দূর হতে দেখি দূতীর গমন করিল শ্রীমুখ বঙ্ক। […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া বিনোদিনী
    এ কথা শুনিয়া বিনোদিনী অধিক হইলা বিরহিণী।। “কি আর করিব সখি বল। কানু বড় নিদয় হইল।। বনে বনে খুঁজিতে মাধাই। তার দরশন নাহি পাই।। তেজব কঠিন পরাণ। সে পহুঁ করল নিদান।। জানল দোহে ভেল বাম। আমরা কি পাওব কান।। যার লাগি তেজহ গেহ। তছু পদে সোপনু দেহ।। গুরুজন পরিজন-আশ। দূরে ডারনু অভিলাষ।। কুবচন করিল ভূষণ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ