এ কথা যখন শুনিল যশোদা কহিতে লাগিল তায়। “কি বোল, কি বোল আর আর বল”– ঘন ঘন পুছে তায়।। কাঁদি কহে নন্দ– “ঘুচিল আনন্দ অক্রূর আইল নিতে। কৃষ্ণ বলরাম লইতে দু’জন এই সে কংসের চিতে।।” এ কথা শুনিয়া নন্দ-পানে চেয়ে পড়িল ধরণীতলে। “কি হল, কি হল, গোকুল-নগরে” কাঁদিয়া কাঁদিয়া বলে।। যেমন কুলিশ ভাঙ্গিয়া পড়িল তেমন […]
keyboard_arrow_right