কদম্বতরুর ডাল ভূমে নামিয়াছে ভাল ফুল ফুটিয়াছে সারি সারি। পরিমলে ভরল সকল বৃন্দাবন কেলী করে ভ্রমরা ভ্রমরী।। রাই কানু বিলসই রঙ্গে। কিয়ে দুহুঁ লাবণি বৈধগধি ধনি ধনি মণিময় আভরণ অঙ্গে ।। ধ্রু।। রাইর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর মধুর মধুর চলি যায়। আগে পাছে সখীগণ করে ফুল বরিষণ কোন সখী চামর ঢুলায়।। পরাগে ধূসর স্থল […]
keyboard_arrow_right