জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। মধুর সুগোকুল ছন্দ ছবীলে শ্রীবৃন্দাবনচন্দ।। মুরলীধর মধুসূদন মাধব গোপীনাথ মুকুন্দ। কেলিকলানিধি কুঞ্জবিহারী গিরিধর আনন্দকন্দ।। ব্রজনাগর ব্রজরাজকে নন্দন ব্রজজন নয়নানন্দ। রাধারমণ রসিক রসশেখর রসময় হাসন মন্দ।। গোপগোপাল গোপিজনবল্লভ গোকুল পরমানন্দ কমলনয়ন করুণাময় কেশব দাস গোপালে দেহ পদমকরন্দ।।
keyboard_arrow_right