• অগো রাই কি করিমুরে কালা লাগিল মোর মনে
    অগো রাই কি করিমুরে কালা লাগিল মোর মনে। ধু কালিআ কালিআ করি ঝুরিয়া ঝুরিয়া মরি কালা হৈল প্রাণের বৈরী। আখির পোতলী করি বন্ধুরে রাখিতে নারি অঝরণে ঝরে দুইটি আখি। কহে আইনদ্দিনে রাই চলরে ধেনুরে জাই। রাধা আর নন্দের নন্দন পাই keyboard_arrow_right
  • কালারে মোর মনোহর তুমি আমার রসের গুণনিধি
    কালারে মোর মনোহর, তুমি আমার রসের গুণনিধি। এথ রূপ গুণ দিয়া সৃজিলেক বিধি।। এ মেঘ আঁধার রাত্রি কেহ নাহি সাথে। একেলা আসিছ বন্ধু, প্রাণি লৈয়া হাতে।। বন্ধু এ মেঘ আঁধার রাত্রি বিজুলীর ছটা। ধীরে ধীরে বাড়াইও পাও পিছল হৈছে ঘাঁঠা।। এ মেঘ আঁধার রাত্রি ভুজঙ্গিনী চরে। এথ রাত্রি আইলা বন্ধু, খাইয়া যাও মোরে।। এ মেঘ […] keyboard_arrow_right
  • কিরূপে ধরাইমু প্রাণ প্রিয়া নাহি ঘরে
    কিরূপে ধরাইমু প্রাণ প্রিয়া নাহি ঘরে । বৃন্দাবনে ভৃঙ্গ নাচে মলয়া সমীরে।। ধু ডালে ডালে কীরকে ফুকরে ঘন ঘন। তা শুনি অবলার মন করে উচাটন ।। পিক নাদে ঝি ঝি ঝাঁঝি উঠে ঝনকার। নব যৌবনীর নব যৌবন বিকার।। কহে আইনুদ্দিনে সখী না চিন্তিও আর। রজনী গঞিলে সাজ প্রিয়া ভেটিবার।। keyboard_arrow_right
  • না দেখি রহিতে নারি ছটপট করে হিআ
    না দেখি রহিতে নারি ছটপট করে হিআ। মুই নারী পাগল কৈল না জানি কি দিআ।। ধু মনের আরতি মোর না পুরাএ পিআ। হামো ছাড়ি দূরে জাএ পিয়া নিঠুরিআ।। মুঞি ভাবম্‌ পিউ পিউ পিয়া বাসে ভিন। সহজে হইলু দাসী প্রেমের অধীন।। পিয়ার উদ্দেশে দিমু জীউ বলিহার। পিয়া বিনে মন্দিরেতে না রহিমু আর।। কহে আইনদ্দিনে সখি স্থির […] keyboard_arrow_right
  • বন্ধুআ মোর পরাণের পরাণ
    বন্ধুআ মোর পরাণের পরাণ। বিরলে পাইআ রূপ যৌবন দিমু দান।। ধু দেখিছি অবধি রূপ মন ভেল ভোলা। প্রেম গুণ গুণি গুণি হিআ করে জ্বালা।। গোকুলে কলঙ্ক বড় লোক উপহাস। গোপত বন্ধুর লাগি জাতি কুল নাশ।। আইনদ্দিনে বোলে সখি মরম বেদনা। কালা বিনে নিবারিতে নাহি আন জনা।। keyboard_arrow_right
  • বিনোদিআ জলদ-বরণ কালা গো সই
    বিনোদিআ জলদ-বরণ কালা গো সই। ধু আপন নঅনে কভু নহি দেখি জলদ বরণ কালা গো সই। চূড়াটি বানাইআ বাম অঙ্গে টালিআ তাত শোভে মালতীর মালা গো সই।। হাটিআ জাইতে নপূর বাজএ কেলি-কদম্বেরি তলে গো সই। কহে আইনদ্দিনে কেলি অনুক্ষণ সাহ আকবর পদে করিআ চুম্বন।। keyboard_arrow_right
  • যশোমতি নিরোধ নন্দন আপনা
    যশোমতি নিরোধ নন্দন আপনা। কুলের বৌআরি লৈআ বাটে ঘাটে রৈআ রৈআ না কর এ জেন ঢেঙ্গপনা।। ধু ব্রজরামা জলে জাএ পন্থে অবরিআ তাএ মাগে আলিঙ্গন রস ডালি। সঙ্গিয়া বালক কথ চঞ্চল ঢঙ্গিআ মত হাসি হাসি নাচে দিআ তালি।। কালিআ কাজল আখি কালিন্দীকুলেত থাকি মুররি আলাপে অনুপাম। গোপী আসিব আশে বাঁশী সানে নানাভাষে একে একে ধরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ