কালারে মোর মনোহর, তুমি আমার রসের গুণনিধি। এথ রূপ গুণ দিয়া সৃজিলেক বিধি।। এ মেঘ আঁধার রাত্রি কেহ নাহি সাথে। একেলা আসিছ বন্ধু, প্রাণি লৈয়া হাতে।। বন্ধু এ মেঘ আঁধার রাত্রি বিজুলীর ছটা। ধীরে ধীরে বাড়াইও পাও পিছল হৈছে ঘাঁঠা।। এ মেঘ আঁধার রাত্রি ভুজঙ্গিনী চরে। এথ রাত্রি আইলা বন্ধু, খাইয়া যাও মোরে।। এ মেঘ […]
keyboard_arrow_right