পরাণ বেদনি সই জনম বিফলে গেল বৈয়া। ধু রস নিলা ব’স নিলা রূপ নিলা হরি। মিছামিছি মায়াজালে বন্দী হৈয়া মরি।। না চিনিলাম ঘাটের ঘাটিয়াল কেমন জনা। এ তন ভেদিয়া দেখ কেহ নহে আপনা।। দুঃখ নিবারণ বাণী কহে আবদুল মালী। বিচারিলে কি ধন পাইবা ভাণ্ড হৈলে খালি।।
keyboard_arrow_right