এই মোর কপালে ছিল, প্রাণের নাথ ছাড়ি গেল, সখী লই যাব মথুরাতে। মথুরাতে প্রাণধন, চল চল সখীগণ, ছাড়ি গেল সখা প্রাণনাথে।। হা হা প্রভু দীননাথ, তুমি বিনে পরমাদ, তুমি বিনে আঁধার বৃন্দাবন। শ্রীআলিমদ্দিনে কহে, শুনে রাধে মহাশয়ে, কৃষ্ণ সাথে হৈব দরশন।।
keyboard_arrow_right