আজু, নিশিতে শয়নে, গো সই রাই দেখলাম স্বপনে । ধু এগো একবার চক্ষু মেলি না দেখিলাম নিদ্রা আইল নয়নে। দয়াধরি রাই কিশোরী আইলা দরশনে। এ গো আমি না পাইলাম সাধন ভক্তি রাইর রাঙ্গা চরণে। কমল হস্ত বুকে দিয়া সুরললিত বচনে, সুর ললিত বচনে। এগো প্রেম কাঙ্গালী দাস বলিয়া ডাকছে ঘনে ঘনে। কত শান্তি কৈল মোরে […]
keyboard_arrow_right