কি বা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম নিরবধি জাগিছে অন্তরে। পুরুবে আছিল ভাগি তেঞি পাইয়াছি লাগি দপ্রাণ কান্দে বিচ্ছেদের ডরে।। কালিয়া বরণ খানি আমার মাথার বেণি আঁচরে ঢাকিয়া রাখি বুকে। দিয়া চাঁদমুখে মুখ পরিব মনের সুখ যে বলে সে বলুক পাপলোকে।। মণি নও মুকুতা নও গলায় গাঁথিয়া লব ফুল নও কেশে করি বেশ । […] keyboard_arrow_right
কি ভাব নিমাই তোর অন্তর
কি ভাব নিমাই তোর অন্তর। মা বলিয়ে চক্ষের দেখা তাতে তি তোর ধর্ম যায় রে।। কল্পতরু হও রে যদি তবু মা বাপ গুরু নিধি এ গুরু ছাড়িতে বিধি কে তোরে দিয়েছে হাঁ রে।। আগে যদি জানলে ইহা তবে কেন করলে বিয়া এখন সে বিষ্ণুপ্রিয়া কেমনে রাখিব ঘরে।। নদীয়ার ভাবের কথা অধীন লালন কি জানে তা […] keyboard_arrow_right
কি মজার গড়েছে হাওয়া গাড়ী
কি মজার গড়েছে হাওয়া গাড়ী আমি তার হাজার তারিফ করি গাড়ীর মধ্যে গাড়ীর গঠন গড়েছে কোন ফিকিরী আট কুঠুরী নয় দরজা ষোলজন রেখেছে প্রহরী তীর্থ ধাম গাড়ীর ভিতরে আছে শুনেছি মুরশিদেরও মুখে আরও ৫২ ধামে শাস্ত্রে প্রমাণ কোন্ ধামে কে আছে ? কোন্ ধামে কে বিরাজ করে শুধাইলাম বয়াতিরও কাছে কোন্ ধামে আছে মধুসূদন কোন্ […] keyboard_arrow_right
কি মোর ঘর দুয়ারের কাজ
কি মোর ঘর দুয়ারের কাজ লাজ করিবারে নারি। তিলেক বিচ্ছেদে লাখ পরমাদ হিয়া বিদরিয়া মরি।। শুন শুন তোরে মরম কহি ও মোর পরাণ নাথে। ও রস পরশে উলসল গা দুকুল ঠেলিলুঁ হাতে।। ধ্রু।। গুরু গরবিত বোলে অবিরত সে মোর চন্দন চুয়া। সে রাঙ্গা চরণে আপনা বেচিলুঁ তিল তুলসি দিয়া।। (আপন ইচ্ছায়ে বাছিয়া লইলুঁ যে মোর […] keyboard_arrow_right
কি রূপ সাধনের বলে অধর ধরা যায়। নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়। পঞ্চতত্ত্ব সাধন করে পেত যদি সে চাঁদেরে (হে) তবে বৈরাগীরা কেনে আঁচলা গুছড়ি টানে কুলের বাহির হয় সে চরণ বাঞ্ছায়।। বৈষ্ণবের ভজনে ভাল তাই বলিয়ে ভক্তি ছিল (হে) তাতে ব্রহ্মজ্ঞানী যারা সদায় বলে তারা শক্তি বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয়।। শুনি ব্রহ্মজ্ঞানীর […] keyboard_arrow_right
কি রূপ দেখিনু সই কদম্বের তলে
কি রূপ দেখিনু সই! কদম্বের তলে। ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে।। নয়নে লাগল রূপ কি আর বলিব। নিতি নব অনুরাগে পরাণ হারাব।। নেবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে। আকুল করিলে মোরে কালার বরণে।। কালিয়া বরণ কিয়ে অমিয়ার সার। জ্ঞান কহে না জীয়ে যে পিয়ে একবার ।। keyboard_arrow_right
কি রূপ দেখিনু সই সই
কি রূপ দেখিনু সই সই, অই না যায় পাস্রা।। ধু সেইরূপ হইল নারীর প্রাণ-কাল, হরিল জীবন মোর বুকে দিয়া শাল।। লেখিল পাষাণে রূপ বজ্রের সমান, ক্ষুধা নিদ্রা হরিল হরিল লাজ মান।। হীন আলি রাজা কহে সেইরূপ বিনে।। keyboard_arrow_right