কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে পিককুল ভ্রমর ঝঙ্কারে। প্রিয় সহচরী সঙ্গে গাইয়া যাইবে রঙ্গে মনোহর নিকুঞ্জ কুটীরে।। হরি হরি মনোরথ ফলিব আমারে। দুহুঁক মন্থর গতি কৌতুকে হেরব অতি অঙ্গ ভরি পুলক অঙ্কুরে।। চৌদিগে সখীর মধ্যে রাধিকার ইঙ্গিতে চিরণি লইয়া করে করি । কুটিল কুন্তল সব বিথারিয়া আঁচরিব বনাইব বিচিত্র কবরী।। মৃগমদ মলয়জ সব অঙ্গে লেপব পরাইব […]
keyboard_arrow_right