চৌদিগে দি চৌকি পা’রা, যাইরে আমি কি পরকারে কেমনে আমি যাইরে রাধার মন্দিরে।। বুঝাইলে না বুঝে চিত রাইতে-দিনে ঝুরে। পাগলিনীর মতো যেমন আউলা-বেশ ধরে।। এগো, বিরহিণীর মতো ঘুরে দেশ-দেশান্তরে রে।। কোকিল পাখী বসন্তেতে কুহু কুহু গায়; মন আমার আশিক রতন পন্থ পানে চায়; এগো, সেই মতো হৃদয় আমার প্রেম দরিয়ায় উথলে।। পাগল ইছাকে বলে না […]
keyboard_arrow_right