আমি কি দিয়া তুষিমু শ্যামের মনে গো রাই, আমার সে ধন নাই। অরণ্যে বৃন্দাবনে ঐ শ্যামের কারণে, বনে বনে ভ্রমিয়া বেড়াই। জাতি কুল মান জীবন যৌবন, দিয়ে শ্যামের মন নাই পাই। রূপ গুণ যশঃ তোর লাগি সুখাইলাম কায়, লোকে এখন বলে আমায় কলঙ্কিনী রাই। দুঃখ সুখ সব দিল নিদয়া কালায়। ভাবিয়া ইরকানে কয় শ্যামের চরণ […]
keyboard_arrow_right