সাধে সাধে প্রেম করিয়ে ঘট্ল একি যন্ত্রণা সই গো তার উপায় বল না। জ্বলিয়াছে বিচ্ছেদের অগ্নি জল দিলে সে নিভে না। বন্ধুরে এই আশা ছিল মনে সুখী হইব দুই জনে, সেই আশায় নৈরাশ কৈলে কেনে; মনের আশা মনে রইল কেন বন্ধু আইল না। বন্ধু রে মনোসাধে প্রেম করিয়া আছি পথবানে চাহিয়া কেন বন্ধু দয়া নাই […]
keyboard_arrow_right