আমার দিন যায় বেভুলে মজিয়া সই, আমার দিন যায় বেভুলে মজিয়া।। আর আন্ভুলা রাধা রে মোর, মনভুলা কানু। রাধার কোলে রইছইন কানু দিয়া দুই জানু।। আর রাধার ঘরে থাকো রে কানু রাধার কামাই খাইয়া। মইওত সঙ্কটের কালে রাধারে যাইয়ো চাইয়া।। আর রাধার ঘরে থাকে রে কানু রাধারে বাসো ভিন্। মইওত সঙ্কেটের কালে রাধারে দিয়ো চিন্।। […]
keyboard_arrow_right