• বন্ধু বিনে না রহে জীবন
    বন্ধু বিনে না রহে জীবন, আমার বন্ধু বিনে না রহে জীবন। চলিলুম মথুরার হাটে দধির পসার মাথে লুটিল দৈবকী সুতে আর মাগে নোয়ালি যৌবন। দেখ কানু বারে বার হাট পন্থে লুটোয়ার কুচ যুগে বাড়ায় দুই কর। মুই গেলুম যমুনার জ্বলে আচম্বিতে কানু মিলে চাপিয়া ধরিল গলে। না লো সজনি বাতুয়া গয়াসে বোলে আপনে না খাইলুম […] keyboard_arrow_right
  • বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে
    বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে। গো-ধেনু লইয়া রঙ্গে চলে কানু আন সঙ্গে চলিলে চলিতে সুরঙ্গ সিঙ্গাটি বাজে । ধু আগে পাছে শত ধেনু তার মাঝে রামকানু সঙ্গে করি বলরাম ভাই। সবে বোলে ভাই কানু-রামে লইল শিঙ্গা বেণু তার সাথে চল গীত গাই। দিল্লীর আগে বিস্তর দূর তার মাঝে ইসলামপুর তাতে রামকানু করে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ