বন্ধু বিনে না রহে জীবন, আমার বন্ধু বিনে না রহে জীবন। চলিলুম মথুরার হাটে দধির পসার মাথে লুটিল দৈবকী সুতে আর মাগে নোয়ালি যৌবন। দেখ কানু বারে বার হাট পন্থে লুটোয়ার কুচ যুগে বাড়ায় দুই কর। মুই গেলুম যমুনার জ্বলে আচম্বিতে কানু মিলে চাপিয়া ধরিল গলে। না লো সজনি বাতুয়া গয়াসে বোলে আপনে না খাইলুম […]
keyboard_arrow_right