শরমে শরম পেলায়ে গেল। রাই কানু দুটি তনু য্যামন দুধে জলে ম্যালায়ে গেল।। চাঁদের কোলে চকোরী না সুধায় ডুব্যা অবশ হল। সে সুধার পাথারে পথ না হেরিয়ে জনম-ভর ডুব্যা রহিল।। গরীব তাই দ্যাখার লাগি’ মনের দুখে মন গুমরি’ পাগল হ’ল। সে রসের পাথার পেল না কোথায়, শেষে আচোটভূঁয়ে পড়িয়ে ম’ল।। জানি কার রূপ-পাথারে ডুব্যা চাঁদ […]
keyboard_arrow_right