রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্ বাহির হম্’ করে। যেখনে রাধিকারসনে দেখা হইল বৃন্দাবনে। সে অবধি প্রাণি না রয় ধড়ে।। ধু রাধিকার আন হেন মেনকা সমান যেন নাসা খগ জিনি সম কীর হৈম বেসর দোলে কাঁচুলি হৃদেত লোলে দেখি কানুর প্রাণি না রয় থির। দেখি রাধার দুইটি স্তন বন্দী হইল কানুর মন সাধ করে ধরিতে […]
keyboard_arrow_right