ও ধন যাদুরে, ও ধন বাছা, ও তোর মায়ে তোরে ডাকে রে, ধন যাদু রে।। আর ছিকা কেনে লড়ে রে বাছা, লনী খাইল কুনে। হায় রে, আমি তো না খাইছি মাও গো, খাইছে তোর বিলাইয়ে।। আর এত বয়সের যাদু রে মণি, মিছা শিখলে কই। হায় রে, সব লনী খাইয়া বল না খাইয়াছ দই।। আর এক্ত-ব্যক্ত […]
keyboard_arrow_right