আয়না রে ভাই শুনি অপরূপ রূপধ্বনি ঝঙ্কারে বাজিছে দিন রজনী।। কে বাজায় কোথায় বসে, চল যাই তার উদ্দেশে, মন কাহ্নাইয়া সেই দেশে,তারে চিন নি ! সকল রাস্তা বন্ধ করে, চলো যাই অন্তঃপুরে তরঙ্গে বাজিছে তাল তুলিয়ে রাগিণী।। শয়নে স্বপনে ঘুমে জাগরণে নিত্য নিত্য আসে যায় একটি রঙ্গিণী । প্রেমে বাধ্য করে’ যে রেখেছে তারে সে […]
keyboard_arrow_right