আসব কি না শ্যাম কালাচান্দ, খেলার বেলা সাঙ্গ হইল; কার কুঞ্জে প্রাণ ভুলিয়া রইল। সখীগো যাঁর লাগি দুঃখের ভাগী সে আমার কোথা রইল, আশাপন্থে চাইতে চাইতে কণ্ঠাগত প্রাণ হইল। হবিব যিনি গুণমণি, তিনি মোর কাণ্ডারী গো, যার গুণেতে হিসাবেতে গোনাহ বখসা যাবে গো। সখীগো নু, জয়, ইয়া ও-রে, তার কিমানা হইল, ইমলা ভাবে হিসাবেতে নজির […]
keyboard_arrow_right