যাই কোন ঠাই সজনী সই, বন্ধের লাগি যাব কোন ঠাঁই ? ধু প্রেম বাড়াইয়া কালা, দিলি মোরে এথ জ্বালা, কোথা গিয়া রহিলি ছাপাই ? এ চারি প্রহর নিশি, শয্যার উপরে বসি, ঝুরি ঝুরি রজনী গোঁয়াই।। যৌবন হইল ভারী,ধৈর্য্য ধরাইতে নারি, কিসে মন রাখিমু মানাই। এতিম নাছিরে ভণে, যাও ধনি কদম তলে, যদি চাহ সুন্দর কানাই।।
keyboard_arrow_right