চলহ সখী নাগরী মান তুমি পরিহরি, দেখ আসি নন্দকি রায়। ধু যত কূল ব্রজনারী, অঞ্জলি ভরি ভরি, আবীর ক্ষেপেন্ত শ্যাম গায়। ক্ষণে যায় যমুনার জলে, ক্ষণে ক্ষণে তরুমূলে, ক্ষণে ক্ষণে বাঁশিটী বাজাএ। শুনিয়া বাঁশির তান্, ত্যজে মানীর মান, শ্রুতি মন নিত্য তথা ধায়।। কহে নাছির মহম্মদে, ভজ রাধে শ্যামপদে, বিলম্ব করিতে না যুয়াএ।।
keyboard_arrow_right