• চলহ সখী নাগরী মান তুমি পরিহরি
    চলহ সখী নাগরী মান তুমি পরিহরি, দেখ আসি নন্দকি রায়। ধু যত কূল ব্রজনারী, অঞ্জলি ভরি ভরি, আবীর ক্ষেপেন্ত শ্যাম গায়। ক্ষণে যায় যমুনার জলে, ক্ষণে ক্ষণে তরুমূলে, ক্ষণে ক্ষণে বাঁশিটী বাজাএ। শুনিয়া বাঁশির তান্, ত্যজে মানীর মান, শ্রুতি মন নিত্য তথা ধায়।। কহে নাছির মহম্মদে, ভজ রাধে শ্যামপদে, বিলম্ব করিতে না যুয়াএ।। keyboard_arrow_right
  • জীবের ধন আমায় ছাাড়ি গেলা কোন্‌ দোষে
    জীবের ধন আমায় ছাাড়ি গেলা কোন্‌ দোষে ? তোমার পিরীতি খানি, মরমে রহিল হানি, তনু ক্ষীণ প্রাণি হয় শেষে।। ধু মুই যদি জানিতুম জ্বালা মোরে দিলা জ্বালিয়া, তবে কেনে বাড়াইলাম পিরীত। অন্তরে বাহিরে দহে, কথবা পরাণে সহে, জ্বলিয়া জ্বলিয়া উঠে চিত।। কি মোর গৃহের কাজ, কি মোর লোকে লাজ কিবা মোর গুরুর গঞ্জন। অই ভাবনা […] keyboard_arrow_right
  • দিনে দিনে আইসে নাথ আমার বাড়ীর খবর
    দিনে দিনে আইসে নাথ আমার বাড়ীর খবর। কি লৈয়া যাইমু আমি, আমার শূন্য দুটি কর। ধু নাথ রে বণিজ কারণে আইলুম না বুঝিলুঁ ভাও। শুকাইল যমুনার জল চড়ে লাগিল নাও।। নাথ রে তর নাই, কূল নাই, ধরিবারে ঠাঁই। বল বুদ্ধি হারাই আমি ভাসিয়া বেড়াই।। কলি হৈল বলী ধর্ম নাহি মনে। বলবুদ্ধি হারাই আমি ফিরি বনে […] keyboard_arrow_right
  • বল কি উপায় সই রে বল কি উপায়
    বল কি উপায় সই রে বল কি উপায়। ধু কিবা গৃহবাস মোর কিবা অভিলাষ । এরূপ যৌবনকালে পিয় নাহি পাশ।। হৃদের অন্তরে মোর হানিল কামশর। নিঠুর হইয়া কালা গেল দূর দেশ। কহে নাছির মহম্মদে পিয়া নহে দূরে। ভাব প্রভু পাইবা ধনি নিজ অন্তঃপুরে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ