• আ লো সজনি ও কে মুররী বাজায়
    আ লো সজনি ও কে মুররী বাজায় শুনিয়া বাঁশির সান তেজিয়া যে লাজ মান, শ্রুতি-মন নিত্য ধায়। বিনা দরশন জ্বালা অনুক্ষণ কানুক রাখিমু ভায়। নাসির বচনী শুন লো রমণী ভক্ত-অন্ত ব্রজরায়।। keyboard_arrow_right
  • আ লো সজনি ঘরে গিয়া কি বোল বুলিমু
    আ লো সজনি ঘরে গিয়া কি বোল বুলিমু শ্বাশুড়ী ননদী বৈরী আর দুষ্ট পাড়াপড়ি কোনমতে ভাবিলুম। ধু সই কেন রে আইলুম জলে। আচম্বিত কানু আসি ফেলিয়া হস্তের বাঁশী আলিঙ্গিয়া ‘রাধা রাধা’ বলে।। সইরে অধরে অধর দিয়া কুচযুগ তাড়িয়া কাঁচুলি বিদারিফেলে নখঘাত দিয়া।। সইরে এ দুঃখ কহিমু কারে। মাতুল বনিতা আমি হই তাহান মামী কলঙ্কিনী করিল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ