আ লো সজনি ঘরে গিয়া কি বোল বুলিমু শ্বাশুড়ী ননদী বৈরী আর দুষ্ট পাড়াপড়ি কোনমতে ভাবিলুম। ধু সই কেন রে আইলুম জলে। আচম্বিত কানু আসি ফেলিয়া হস্তের বাঁশী আলিঙ্গিয়া ‘রাধা রাধা’ বলে।। সইরে অধরে অধর দিয়া কুচযুগ তাড়িয়া কাঁচুলি বিদারিফেলে নখঘাত দিয়া।। সইরে এ দুঃখ কহিমু কারে। মাতুল বনিতা আমি হই তাহান মামী কলঙ্কিনী করিল […]
keyboard_arrow_right