আহা রে যৌবন ফুল বৃন্দাবন অধরে ধামালি খেলা বসন্ত পবন আনন্দ ভুবন ফলি ফলি চলি গেলা। ধু এ লাস বিলাস হাস্য পরিহাস পিক ঝিক কুহু রোল রসের মণ্ডলী অমৃত কুণ্ডলী পিয়া সোহাগের কোল। জীবন গুমান রূপ সম মান জীবন যাবত জানি নাসিরদ্দিনের এ দুঃখ মনের মরমে রহিল হানি।
keyboard_arrow_right