বন্ধু রইলে রে কোথায়, আয়রে বন্ধু আয়, এমন সুখের নিশি পোহাইয়া যায়। সাজাইয়া নিকুঞ্জ মন্দির আমি বসিয়াছি আসার আশায়। নানা জাতি ফুল দিয়া রাখিয়াছি হার গাথিয়া দিব বলে বন্ধুয়ার গলায়। সে মালা ভূজঙ্গ হইয়া দংশিল রাধার গায়। বন্ধুহারা জীবন যার মিছা ভবে আশা তার, মানব জনম বিফলে কাটায়; মুর্শিদ পদে মাখা রাখি নেমত হোসনে গায়।
keyboard_arrow_right