আরে মোর একি পরমাদ হইল। ছটফট করে হিয়া, কহ না বঁধুরে যাইয়া, কি দিয়া কিবা গুণ কৈল।। জীতে মোর নাহি সাধ, মিছামিছি পরিবাদ, মিছা পাকে ঠেকিয়া রৈনু। এমন করম মোর, কলঙ্কের নাহি ওর কলঙ্কে কলঙ্কে মুই মৈনু।। সহিতে না পারি আর, কৃপা করি করতার, জনম অবধি দুঃখ পাইনু। অধম ফতনের সাধ, ক্ষেম প্রভু অপরাধ, রাঙ্গা […]
keyboard_arrow_right