• আরে মোর একি পরমাদ হইল
    আরে মোর একি পরমাদ হইল। ছটফট করে হিয়া, কহ না বঁধুরে যাইয়া, কি দিয়া কিবা গুণ কৈল।। জীতে মোর নাহি সাধ, মিছামিছি পরিবাদ, মিছা পাকে ঠেকিয়া রৈনু। এমন করম মোর, কলঙ্কের নাহি ওর কলঙ্কে কলঙ্কে মুই মৈনু।। সহিতে না পারি আর, কৃপা করি করতার, জনম অবধি দুঃখ পাইনু। অধম ফতনের সাধ, ক্ষেম প্রভু অপরাধ, রাঙ্গা […] keyboard_arrow_right
  • কার ঘরের নাগর তুহ্মি কালিআ সোনা
    কার ঘরের নাগর তুহ্মি কালিআ সোনা, কার ঘরের নাগর তুহ্মি। আউলাই কুন্তর মু’খানি ঝাপিআ রৈছে ভালে চিনিতে নারি আমি।।ধু নঅনের কাজল বআনে লাগিছে কথাএ আছিলা পরবাসী। ঘুমের আলসে হালি ঢলি পড়ে শুতি না ছিলা আজু নিশি।। প্রেমের আনলে সকল শরীর জ্বলে কি হৈল জঞ্জাল দিআ। হীন ফতান কহে ওরে সোনার বন্ধু কঠিন তোহ্মার হিআ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ